ETV Bharat / city

Tea Advisory Council: 5 বছর পর গঠিত টি অ্যাডভাইজারি কাউন্সিলে নেই চা বাগানের প্রতিনিধি

author img

By

Published : Jul 30, 2022, 7:28 PM IST

Tea Advisory Council Formed After 5 Years But Does Not Have Any Representative of Tea Gardens
Tea Advisory Council Formed After 5 Years But Does Not Have Any Representative of Tea Gardens

5 বছর পর তৈরি হল টি অ্যাডভাইজারি কাউন্সিল ৷ কিন্তু, সেই কাউন্সিলে জায়গা পাননি চা বাগানের কোনও প্রতিনিধি (Tea Advisory Council Formed After 5 Years But Does Not Have Any Representative of Tea Gardens) ৷ কাউন্সিলে জায়গা পেয়েছেন, রাজ্যের মন্ত্রী, বিধায়ক, আমলা এবং সরকারি আধিকারিকরা ৷ আর সেই নিয়েই ক্ষোভ চা বাগানের প্রতিনিধি মহলে ৷

শিলিগুড়ি, 30 জুলাই: 2017 সালের পর নতুন করে গঠিত হল টি অ্যাডভাইজারি কাউন্সিল ৷ রাজ্য সরকারের তরফে নতুন করে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন চা-শিল্পের সঙ্গে যুক্ত সবমহল ৷ তবে, সমানভাবে ক্ষোভও তৈরি হয়েছে চা-বাগানের প্রতিনিধিদের বিভিন্ন সংগঠন ৷ অভিযোগ উঠেছে, টি অ্যাডভাইজারি কাউন্সিলে রাজ্যর মন্ত্রী ও নির্বাচিত জন প্রতিনিধিদের সদস্য করা হয়েছে ৷ কিন্তু, সেখানে চা বাগানের কোনও প্রতিনিধি নেই (Tea Advisory Council Formed After 5 Years But Does Not Have Any Representative of Tea Gardens) ৷ ফলে চা বাগানগুলি পরিচালনায় যে নীতি নির্ধারণ হবে, তাতে প্রধান সমস্যাগুলিও অন্ধকারে থেকে যাবে ৷

এ নিয়ে চা বাগানের বিভিন্ন সংগঠনের তরফে সরকারের কাছে আবেদন করা হয়েছে, যাতে তাদের প্রতিনিধিকে টি অ্যাডভাইজারি কাউন্সিলে রাখা হয় ৷ আর তা না-হলে, সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কাউন্সিল সিদ্ধান্ত গ্রহণ করে ৷ অভিযোগ, 2017 সালে টি অ্যাডভাইজারি কাউন্সিল গঠন হলেও, 5 বছরে তারা কোনও কাজই করেনি ৷ এমনকি রাজ্য সরকার ওই কাউন্সিল গঠন করার পর, চা-বাগানগুলির জন্য 200 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল ৷ কিন্তু, চা-বাগানগুলির উন্নয়নে বা শ্রমিকদের স্বার্থে সেখান থেকে একটা টাকাও খরচ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: শ্রম দফতরের হস্তক্ষেপে খুলল আরও দু’টি চা বাগান

টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক সুমিত ঘোষ বলেন, ‘‘নতুন করে কাউন্সিল গঠন হয়েছে ৷ কাউন্সিলের মাধ্যমে যদি চা-বাগানের উন্নতি হয়, তবে আমরা অবশ্যই সেটাকে স্বাগত জানাব ৷ কারণ, 2017 সালে ওই কাউন্সিল গঠন হলেও সেভাবে কোনও কাজ বা সুবিধা আমরা দেখিনি ৷ রাজ্যের তরফে একটা প্যাকেজ ঘোষণা করা হলেও, সেই প্যাকেজ কোথায় ? এ দিকে যে নতুন কাউন্সিল গঠন করা হয়েছে, তাতে চা বাগানের কোনও প্রতিনিধিকে দেখছি না ৷ চা-বাগানের বহু সমস্যা রয়েছে ৷ সেই সমস্যা জানতে হলে, চা বাগানের প্রতিনিধি থাকা বা তাঁদের মতামতের গুরুত্ব দিতে হবে ৷’’

আরও পড়ুন: দু'বছর পর বন্ধ থাকা কালেজ ভ্যালি চা বাগান খুলল, খুশির হাওয়া পাহাড়ে

এ নিয়ে টি অ্যাডভাইজারি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘সবে একটা কাউন্সিল গঠন হয়েছে ৷ এটা প্রশাসনিক কাউন্সিল ৷ তবে, চা নিয়ে আলোচনার সময় অবশ্যই প্রত্যেক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হবে ৷ তাদের সমস্যা শোনা হবে ৷’’

টি অ্যাডভাইজারি কাউন্সিলে নেই চা বাগানের প্রতিনিধি

2017 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অধীন টি অ্যাডভাইজারি কাউন্সিল গঠিত হয় ৷ সেই সময় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে ওই কাউন্সিলের চেয়ারম্যান করা হয় ৷ এ বার ফের ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে ৷ তবে, সেখানেও রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের রাখা হয়েছে ৷ টি কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের পূর্ত ও আইনমন্ত্রী মলয় ঘটককে ৷ ভাইস চেয়ারম্যান হয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ কাউন্সিলের বাকি 3 সদস্য হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও বুলুচিক বরাইক ৷ রয়েছেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ৷ সরকারি আমলাদের মধ্যে রয়েছেন শ্রম, বাণিজ্য, ভূমি ও ভূমি সংস্কার এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবরা ৷ আগামী 8 অগস্ট নতুন কমিটির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.