ETV Bharat / city

Proxy in Police Exam : পুলিশের চাকরির পরীক্ষায় প্রক্সি ! শিলিগুড়িতে গ্রেফতার বিহারের 11 জন

author img

By

Published : May 23, 2022, 3:38 PM IST

Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested
Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested

পুলিশের চাকরির পরীক্ষায় গ্রেফতার হল 11 জন ভুয়ো পরীক্ষার্থী (Proxy in Police Exam) ৷ শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ এই 11 জনকে চারটি পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করেছে (Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested) ৷ ধৃতেরা সবাই একটি চক্রের সঙ্গে জড়িত ৷

শিলিগুড়ি, 23 মে : কলকাতার পর এ বার শিলিগুড়ি থেকে গ্রেফতার 11 জন ভুয়ো পরীক্ষার্থী (Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested) ৷ পুলিশের চাকরির পরীক্ষায় বসেছিলেন ধৃতেরা ৷ প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে শিলিগুড়ি কমিশনারেট সূত্রে খবর ৷ রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল ৷ অভিযোগ সেই পরীক্ষাতেই ওই 11 জন পরীক্ষার্থী সেজে গিয়েছিল ৷

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, আসল চাকরিপ্রার্থীদের জায়গায় ওই 11 জন পরীক্ষার্থী সেজে গিয়েছিল (Proxy in Police Exam) ৷ প্রতিবারই সরকারি চাকরির পরীক্ষায় এইধরনের চক্র কাজ করে ৷ যারা মোটা টাকার বিনিময়ে আসল প্রার্থীদের হয়ে পরীক্ষা দেয় ৷ এই চক্র বিহার থেকে পরিচালতি হয় বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিহারের নালন্দার বাসিন্দা রাকেশ কুমার, রাউগ্রার বাসিন্দা রাহুল কুমার, খাগারিয়ার বাসিন্দা রুপেশ কুমার ও নাবুতপুরের বাসিন্দা রমানন্দ প্রসাদ নামে 4 জনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ ৷ ওই চারজন মাটিগাড়ার হরসুন্দর বিদ্যাপীঠ ও নরসুন্দর উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে ৷

লিশের চাকরির পরীক্ষায় প্রকসি, শিলিগুড়িতে গ্রেফতার বিহারের 11 জন

আরও পড়ুন : Fake Examinee : ঝন্টুর বদলে রূপেশ, অচিন্ত্যের বদলি মণিরাম ! পুলিশের পরীক্ষা দিতে এসে পাকড়াও ভুয়ো পরীক্ষার্থী

অন্যদিকে, প্রধাননগর থানার পুলিশের হাতে ধরা পড়ে 7 জন ভুয়ো পরীক্ষার্থী ৷ ধৃতেরা হল পবন কুমার, সন্টু কুমার, আসিফ কুমার, নবীন কুমার, ধর্মেন্দ্র কুমার, শেখ রাহুল এবং রাজু শেখ ৷ ধৃতদের মধ্যে পাঁচজন দেশবন্ধু হিন্দি হাইস্কুল থেকে এবং বাকি দু’জনকে চম্পাসারির শ্রীগুরু বিদ্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.