ETV Bharat / city

নিউ নর্মালে এবার চলুক টয় ট্রেন, চাইছেন রেলকর্মীরাই

author img

By

Published : Nov 9, 2020, 8:25 PM IST

দার্জিলিঙের টয় ট্রেন
দার্জিলিঙের টয় ট্রেন

দার্জিলিং ঘুরতে গিয়ে টয় ট্রেনে চড়ব না... এমনও আবার হয় নাকি । কার্সিয়ং, ঘুম, বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং... এর টানেই তো বার বার ছুটে যাওয়া পাহাড়ে । কিন্তু এখন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের ফিরতে হচ্ছে নিরাশ হয়েই । কোরোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ টয় ট্রেন । ঘোরেনি চাকা । এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তে আশা বাড়ছে টয়ট্রেন নিয়েও ৷ তৈরি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । রেলকর্মীদের আশা, পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে খুব শিগগির ছুটবে টয় ট্রেন ।

শিলিগুড়ি, 9 নভেম্বর : পুজোর মরশুমে পাহাড়ে ঘোরেনি টয় ট্রেনের চাকা । কিন্তু নিউ নর্মালে এবার রাজ্যে শুরু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন পরিষেবা । এই পরিস্থিতিতে আগামী শীতের মরশুমে পর্যটকদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন । কোরোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ট্রয় ট্রেন বন্ধ থাকার পর মোট দু'বার ট্রায়াল রান সেরে নিয়ে এখন রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন ট্রয় ট্রেন পরিষেবার সঙ্গে যুক্ত রেলকর্মীরা ।

শিলিগুড়ি জংশন এলাকায় রয়েছে টয় ট্রেনের শেড । সেখানেই সারি সারি দাঁড়িয়ে রয়েছে একাধিক টয় ট্রেনের কামরা ও ইঞ্জিন । কোনওটা স্টিম ইঞ্জিন, কোনওটা আবার ডিজ়েল ইঞ্জিন । সেই সবের চূড়ান্ত রক্ষণাবেক্ষণে এখন সদাব্যস্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্মীরা ।

Darjeeling toy train resuming
শিলিগুড়ি জংশনে টয় ট্রেন

কোরোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেন । গত মাসে প্রথমবার ট্রায়াল রান সম্পন্ন করা হয় । এরপর 7 নভেম্বর ফের একবার ট্রায়াল রান সেরে ফেলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । রেল লাইন থেকে শুরু করে ইঞ্জিন, টয় ট্রেনের কামরা... সবকিছুই দেখে নেওয়া হয়েছে । সবক্ষেত্রেই সাফল্যের সঙ্গে উতরে গেছে টয়ট্রেন ।

কোরোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে টয় ট্রেন । দ্বিতীয় ট্রায়ালের পর কর্মীরা জানাচ্ছেন, টয় ট্রেন না চলায় সেই অর্থে কোনও সমস্যা নেই । কিছু মেরামতি ছাড়া এবং সাধারণ রক্ষণাবেক্ষণ ছাড়া কার্যত বসেই দিন কাটাচ্ছেন ট্রয় ট্রেন পরিষেবায় যুক্ত রেলকর্মীরা । বাড়িতে বসে থাকতে তাঁদেরও আর ভালো লাগছে না । তাই এবার স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের নিয়ে ফের পাহাড়ের আঁকাবাঁকা পথে ছুটতে চাইছেন রেলকর্মীরাও । তাঁদের আশা, রাজ্য সরকার চূড়ান্ত ছাড়পত্র দিলেই কার্শিয়াং, ঘুম, বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং স্টেশন পর্যন্ত চলবে জয়রাইড ও অন্যান্য টয় ট্রেন পরিষেবা ।

ফের চালু হওয়ার অপেক্ষায় দার্জিলিঙের টয় ট্রেন

শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যে ক'টি টয় ট্রেন পরিষেবা চলে তারমধ্যে জয়রাইড নিয়ে বরাবরই পর্যটকদের আগ্রহ বেশি । বাতাসিয়া লুপ থেকে ট্রেনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকদের ভিড় বরাবরই চোখে পড়ে । পুজোর মুখে ট্রয় ট্রেন চালাতে চেয়েছিল রেল কর্তৃপক্ষ । কিন্তু রাজ্য সরকারের তরফে তখন অনুমতি মেলেনি । তাই যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েও টয় ট্রেন চালানো যায়নি ।

এবার নিউ নর্মালে রাজ্যে চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন । এই পরিস্থিতিতে টয় ট্রেন চালানো নিয়ে উৎসাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর অরবিন্দ কুমার মিশ্রা । তিনি জানান, "জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে । আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি । এখন রাজ্য সরকার চূড়ান্ত অনুমতি দিলেই স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের নিয়ে আমরা ফের ছুটব পাহাড়ের আঁকাবাঁকা পথে ।"

শীতের মরশুমে নতুন বছরের শুরুতে বহু পর্যটক পাহাড়ে আসেন । রেলকর্মীদের আশা, এবারও বহু পর্যটক পাহাড়ে আসবেন । তাঁদের কাছে অন্যতম আকর্ষণ টয় ট্রেন । ইতিমধ্যেই বহু পর্যটক খোঁজ খবর নিয়ে গেছেন, কবে নাগাদ শুরু হবে টয় ট্রেন পরিষেবা । তাই কর্মীরা চাইছেন, দ্রুত এই ট্রেন পরিষেবাও চালু হোক ।

রেল সূত্রে জানানো হয়েছে, বর্ষার মরশুমে ধসের জেরে লাইনে যেসব ক্ষতি হয়েছিল সেসব সারিয়ে এখন রেল লাইন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে । বেশ কিছুদিন টয় ট্রেন বন্ধ থাকার জেরে যেসব রক্ষণাবেক্ষণ প্রয়োজন সে সব সেরে ফেলা হয়েছে । এখন পর্যটকদের নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে ছুটতে সম্পূর্ণ প্রস্তুত টয় ট্রেন ।

উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার সঞ্জীব রায় জানান, "আমরা টয় ট্রেন চালাতে প্রস্তুত আছি । রাজ্য সরকার অনুমতি দিলে ট্রেন চালানো শুরু করে দেব । তবে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ আসনে যাত্রী নেওয়া সম্ভব হবে না । সীমিত যাত্রী নিয়ে টয় ট্রেন চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.