ETV Bharat / city

BJP Election Committee for Siliguri : শিলিগুড়ির পৌরভোটের প্রচার-পরিচালন কমিটি গঠন বিজেপির

author img

By

Published : Dec 3, 2021, 9:21 PM IST

bjp announced election committee for siliguri corporation vote
BJP Election Committee for Siliguri : শিলিগুড়ির পৌরভোটের প্রচার-পরিচালন কমিটি গঠন বিজেপির

এখনও ঘোষণা হয়নি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন৷ তার আগেই সেখানকার ভোটের প্রচার ও পরিচালন কমিটি ঘোষণা করে দিল বিজেপি (BJP Election Committee for Siliguri) । যে কমিটির দায়িত্বে স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ ৷

শিলিগুড়ি, 3 ডিসেম্বর : নির্বাচন ঘোষণা হওয়ার আগেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন প্রচার ও পরিচালন কমিটি ঘোষণা করে দিল বিজেপি (bjp announced election committee for siliguri corporation vote) । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ওই কমিটি গঠনের একটি নির্দেশিকার মাধ্যমে জারি করেন । শিলিগুড়ি পৌরনিগম দখল করতে পাহাড় থেকে সমতল মিলিয়ে জেলার ছয় বিধায়ক ও দুই সাংসদকে ওই কমিটিতে রাখা হয়েছে ৷

মূলত, লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল পৌর নির্বাচনেও ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির । বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এবার তাই শিলিগুড়ি পৌরনিগমকে পাখির চোখ করেছে বিজেপি । সেই জন্য আগেভাগে তার প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির ।

এদিকে পরাজিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে প্রজেক্ট করে প্রথমবার পৌরনিগমের ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল কংগ্রেস । সেজন্য গৌতম দেবের বিরুদ্ধে শঙ্কর ঘোষকে প্রজেক্ট করে লড়াইতে নামতে চাইছে বিজেপি । এমনটাই খবর বিজেপি সূত্রে ৷ সেই কারণে শঙ্কর ঘোষকেই ওই পরিচালন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ।

শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির আহ্বায়ক আনন্দময় বর্মন বলেন, "পৌরনিগমে এর আগে বামেরা আর তারপর তৃণমূলের প্রশাসক বোর্ড কোনও কাজ করছে না । বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা ধরে রাখতে চাই । এক ইঞ্চি জমিও ছাড়ব না । সেই জন্যই আগেভাগে প্রস্তুতি শুরু করা হয়েছে ।"

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে ওই কমিটির পর্যবেক্ষক করা হয়েছে । জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল ও বিধায়ক আনন্দময় বর্মনকে কমিটির কো-অর্ডিনেটর করা হয়েছে । পাশাপাশি বিধায়ক শঙ্কর ঘোষকে প্রচার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে । এছাড়া দায়িত্ব দেওয়া হয়েছে ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা ও কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাকে ।

আরও পড়ুন : Secuirity Blue Print in KMC election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশেই পৌরসভা ভোট, ইঙ্গিত কমিশনের

জেলার 22 জন নেতৃত্বকে সদস্য কমিটির সদস্য করা হয়েছে । মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে । এছাড়াও পৌর এলাকার পাঁচটি বরোভিত্তিক নির্বাচন পরিচালন কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । 1 নম্বর বরোর দায়িত্ব দেওয়া হয়েছে নীরজ জিম্বা, 2 নম্বরের দুর্গা মুর্মু, 3 নম্বরের শঙ্কর ঘোষ, 4 নম্বরের বিষ্ণুপ্রসাদ শর্মা ও 5 নম্বর বরোর দায়িত্ব দেওয়া হয়েছে শিখা চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.