ETV Bharat / city

SMC Biometric Attendance : কর্মসংস্কৃতি ফেরাতে শিলিগুড়ি পৌরনিগমে চালু হল বায়োমেট্রিক হাজিরা

author img

By

Published : Apr 27, 2022, 2:37 PM IST

biometric-attendance-system-starts-in-siliguri-municipal-corporation
SMC Biometric Attendance : কর্মসংস্কৃতি ফেরাতে শিলিগুড়ি পৌরনিগমে চালু হল বায়োমেট্রিক হাজিরা

শিলিগুড়ি পৌরনিগমে কর্মীদের একাংশ নিয়ম মেনে অফিসে আসেন না বলে অভিযোগ ৷ সেই কারণে কর্মীদের হাজিরায় বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হল উত্তরবঙ্গের ওই পৌরনিগমে (Biometric Attendance System Starts in Siliguri Municipal Corporation) ৷

শিলিগুড়ি, 27 এপ্রিল : কর্মীদের মধ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবার উদ্যোগী শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) । মাঝেমধ্যেই পৌরনিগমের কর্মীদের মধ্যে অনুপস্থিতি বা দেরিতে আসার অভিযোগ উঠেছে বহুবার ৷ এর জেরে পৌরনিগমের প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটারও অভিযোগ উঠেছে । সেই অভিযোগে ইতি টানতে এবার শিলিগুড়ি পৌরনিগমে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু হতে চলেছে (Biometric Attendance System Starts in Siliguri Municipal Corporation) ৷

শিলিগুড়ি পৌরনিগমে স্থায়ী কর্মী আছেন 334 জন । স্থায়ী-অস্থায়ী কর্মী মিলিয়ে 2106 জন রয়েছে । এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মচারীদের দফতরে ঢোকার সময় সকাল 10টা ঠিক করা হয়েছিল । বাকি অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত দফতরে ঢোকার সময় সাড়ে 10টা । তবে বাড়তি 15 মিনিট ছাড় দেওয়া হয় । নানা সমস্যার কথা মাথায় রেখে । তারপরেও অনেকে সময়মতো ঢুকতেন না বলে অভিযোগ । বরো অফিসগুলোতে ওই ছবি আরও বেশি ।

এই ফাঁকিবাজি বন্ধ করতেই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার (Biometric Attendance System) ব্যবস্থা চালু করা হল বলে জানানো হয়েছে । আগামী 2 মে থেকে ওই মেশিন চালু করার উদ্যোগ নিয়েছে ওই পৌরনিগম । শুধু শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক ভবন নয়, কর্মীদের পাশাপাশি প্রত্যেক বরোতেও চালু করা হবে ওই পরিষেবা । তিনদিন দেরি করে আসলে কাটা হবে একদিনের বেতন । এমনটাও কড়া হুঁশিয়ারি জারি করেছে পৌর কর্তৃপক্ষ ।

biometric-attendance-system-starts-in-siliguri-municipal-corporation
শিলিগুড়ি পৌরনিগমে বায়োমেট্রিক যন্ত্রের উদ্বোধনে মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "আগেও একবার বায়োমেট্রিক মেশিন চালু করা হয়েছিল । কিন্তু তার কোনও দেখভাল করা হত না । কর্মসংস্কৃতি ফেরাতেই ওই উদ্যোগ । এমনকি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে ।"

অন্যদিকে, টক টু মেয়রের পাশাপাশি সাধারণ মানুষের জন্য 'রাইট টু মেয়র' পরিষেবা চালু করল শিলিগুড়ি পৌরনিগম । ওই পরিষেবার মাধ্যমে পৌরনিগমের ওয়েবসাইটে লিখিতভাবে শহরবাসী তাঁদের সমস্যার কথা সরাসরি মেয়রকে জানাতে পারবেন । শহরবাসীর সমস্যা শুনতে প্রতি শুক্রবার করে টক টু মেয়র কর্মসূচি ইতিমধ্যে চালু করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Municipal Corporation Mayor Gautam Deb) । তবে, সমস্ত সমস্যা ফোনে শোনা সম্ভব হয় না । সেই কারণেই এবার 'রাইট টু মেয়র' বা মেয়রকে লিখুন পরিষেবা চালু করলেন তিনি । পৌরনিগমের ওয়েবসাইটেই থাকবে বিস্তারিত তথ্য । সেখানে যে কোনও বিষয় নিয়ে অভিযোগ কিংবা প্রস্তাব জমা করতে পারবেন ।

আরও পড়ুন : Vorer Alo : পর্যটক টানতে নতুন রূপে সাজছে ভোরের আলো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.