ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : বিজেপিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর দিয়েছেন, এবার গ্রাউন্ড ফ্লোর দিন; শিলিগুড়িতে আবেদন শুভেন্দুর

author img

By

Published : Feb 9, 2022, 4:30 PM IST

আগামী শনিবার শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন (Siliguri Municipal Corporation Election 2022) ৷ তার আগে বুধবার প্রচার করলেন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে তৃণমূলের রাজ চক্রবর্তী ৷ শুভেন্দু বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করলেন (Suvendu urges Siliguri voters to vote for BJP) ৷ রাজ চক্রবর্তী ‘গুন্ডা’ বলে কটাক্ষ করলেন শুভেন্দুকে (TMC MLA Raj Chakraborty attacks BJPs Suvendu Adhikari) ৷

bengal-lop-suvendu-adhikari-at-siliguri-for-municipal-election-campaign
Bengal Civic Polls 2022 : বিজেপিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর দিয়েছেন, এবার গ্রাউন্ড ফ্লোর দিন ; শিলিগুড়িতে আবেদন শুভেন্দুর

শিলিগুড়ি, 9 ফেব্রুয়ারি : বিজেপিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর দিয়েছেন । এবার বিজেপিকে ভোট দিয়ে গ্রাউন্ড ফ্লোর দিন । বুধবার শিলিগুড়িতে পুর নির্বাচনের প্রচারে গিয়ে এমনই আবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari at Siliguri for Municipal Election Campaign) । বুধবার শহরের একাধিক ওয়ার্ডে প্রচার সারেন তিনি ।

আগামী শনিবার শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন (Siliguri Municipal Corporation Election 2022) ৷ তার আগে প্রচারে খুব অল্প সময় বাকি রয়েছে । ফলে শিলিগুড়ি পৌরনিগম প্রচারে ঝড় তুলছে প্রতিটি রাজনৈতিক দল । প্রচারের পাশাপাশি শুরু হয়েছে আক্রমণ, প্রতি আক্রমণ ।

এদিন প্রচারের শুরুতেই শহরের উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে পৌরনিগমের ক্ষমতায় আনার আবেদন জানান শুভেন্দু অধিকারী (Suvendu urges Siliguri voters to vote for BJP) । তিনি বলেন, "রাজ্যের অর্থ নয়, কেন্দ্রের অর্থে উন্নয়ন হবে এই শহরে । কেন্দ্রের স্মার্ট সিটি, গ্রিন সিটি মিশনের আওতায় এনে মডেল শহরে পরিণত করা হবে । সেই কারণে লোকসভা নির্বাচনে সেকেন্ড ফ্লোর সাংসদ রাজু বিস্তাকে দিয়েছেন, ফার্স্ট ফ্লোরে বিধায়ক শংকর ঘোষকে দিয়েছেন । এবার গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ পৌরনিগম বিজেপিকে দিয়ে কাজ করার সুযোগ করিয়ে দিন ।"

বিজেপিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর দিয়েছেন, এবার গ্রাউন্ড ফ্লোর দিন ; শিলিগুড়িতে আবেদন শুভেন্দুর

অন্যদিকে, একই ভাবে এদিন বর্ণময় রোড শোয়ের মাধ্যমে প্রচার করতে দেখা যায় তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকে (TMC MLA Raj Chakraborty at Siliguri for Municipal Election Campaign) । প্রচারে পালটা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি (TMC MLA Raj Chakraborty attacks BJPs Suvendu Adhikari) । রাজ চক্রবর্তী বলেন, "কোন গুন্ডার কথা বলছেন । ওরা ভাগাভাগির রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে । কিন্তু তৃণমূল কংগ্রেস কখনোই এসব করে না । এবার অন্তত 35 টি আসনে জয় পাবে তৃণমূল কংগ্রেস ।"

bengal-lop-suvendu-adhikari-at-siliguri-for-municipal-election-campaign
শিলিগুড়িতে প্রচারে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী

আরও পড়ুন : Arjun Singh Crtisizes Mamata: "দিদিমণিকে রিটায়ার্ড করিয়ে দিয়েছেন অভিষেক", শিলিগুড়িতে কটাক্ষ অর্জুনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.