Bengal Civic Poll 2022 : শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় নতুন মুখ 27

author img

By

Published : Dec 29, 2021, 3:27 PM IST

Bengal Civic Poll 2022

শিলিগুড়ি পৌরনিগমের ভোটে (Siliguri Municipal Corporation Election) 12টি আসন বাদ রেখে 35টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা (Bengal Civic Poll 2022) ৷ যেখানে 27টি আসনে নতুন মুখ আনা হয়েছে (Left Front Declared Candidates for 35 Seats in Siliguri) ৷ তবে, বাকি 12 আসনের মধ্যে 4টি কংগ্রেসকে ছেড়ে দিলেও, 8টি আসন নিয়ে সমঝতা হয়নি দুই দলের ৷ আগামী 30 ডিসেম্বর ওই 12টি আসনে বাম ও কংগ্রেস প্রার্থী ঘোষণা করবে বলে জানা গিয়েছে ৷

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের প্রার্থী তালিকায় চমক বামেদের (Bengal Civic Poll 2022)। প্রার্থীর অধিকাংশই নতুন মুখ ৷ শুধু তাই নয়, প্রার্থী করা হয়েছে নবীনদেরও ৷ যেখানে অভিজ্ঞদের থেকে নতুনদের উপরই বেশি ভরসা রেখেছে বামেরা ৷ মোট 35টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা ৷ 12টি আসনে প্রার্থী দেয়নি তারা ৷ কংগ্রেসের সঙ্গে আসন সমঝতার জন্য সেখানে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে মনে করা হচ্ছে ৷

মঙ্গলবার দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, আরএসপি নেতা তাপস গোস্বামী, সিপিএমের জেলা সম্পাদক সুমন পাঠক ৷ আগামী 30 ডিসেম্বর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বামেরা ৷ তবে, প্রথন দফাতে বেশিরভাগই নবীনদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বামেরা (CPIM Gives Importance Youth Candidates for Siliguri) ৷

বিধানসভা নির্বাচন এবং কলকাতা পৌরনিগমের ভোটে ধরাশায়ী হওয়ার পর, শিলিগুড়ি পৌরনিগমের ভোটে (Siliguri Municipal Corporation Election) প্রার্থী তালিকায় বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বামেরা ৷ সংগঠনকে শক্তিশালী করতে তালিকায় নতুন মুখ ও ছাত্র, যুবদের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর এ দিন তারই প্রতিফলন দেখা গেল তালিকা প্রকাশের পর ৷ এ দিন শিলিগুড়ি পৌরনিগমের 47টি ওয়ার্ডের মধ্যে 35টিতে প্রার্থী দিয়েছে বামেরা ৷ বাকি রয়েছে 12টি আসন । যার মধ্যে চার‍টি আসন গতবার কংগ্রেসের দখলে ছিল ৷ তাই ওই চারটি আসন এ বারও কংগ্রেসকে ছেড়ে দিয়েছে বামেরা ৷ তবে, বাকি আটটি আসন নিয়ে জট রয়ে গিয়েছে ৷ ওই আটটি আসন নিয়ে পরবর্তীতে কংগ্রেসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বামেদের তরফে জানানো হয়েছে ৷

শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় 27টি নতুন মুখ

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : চার পৌরনিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের

শিলিগুড়িতে বামেদের প্রকাশিত 35 জন প্রার্থীদের মধ্যে 13 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷ যার মধ্যে ছ’টি আসন সিপিএম’র শরিক দল আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়েছে ৷ সেই ছ’টি আসনের মধ্যে এদিন তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা ৷ 29 টি আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম ৷ আর এই 35 জনের তালিকায় 27 জনই নতুন মুখ ৷ উল্লেখযোগ্যভাবে, এ বারের তালিকায় প্রাক্তন মেয়র পারিষদ নুরুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সিং সহ মোট ছয় জন পুরনো কাউন্সিলকে প্রার্থী করা হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.