ETV Bharat / city

Child Fever : ফের জ্বরে শিশুমৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে, পরিস্থিতি দেখতে হাসপাতালে তৃণমূল জেলা সভানেত্রী

author img

By

Published : Sep 30, 2021, 11:07 PM IST

ফের শিশু মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে
ফের শিশু মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে

ফের শিশুমৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) ৷ এই নিয়ে এখানে মোট 14 জন শিশুর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার হাসপাতালে যান তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ৷ কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গে ৷

শিলিগুড়ি, 30 সেপ্টেম্বর : ফের জ্বর ও শ্বাসকষ্টের ফলে এক শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে ওই হাসপাতালেই 14 জন শিশুর মৃত্যু হয়েছে । আতঙ্ক ক্রমশ গাঢ় হচ্ছে অভিভাবকদের মধ্যে । উত্তরবঙ্গজুড়ে উদ্বেগ বেড়ে চলায় বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে দেখা করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ । হাসপাতালে শিশুবিভাগের শয্যাও প্রায় ভর্তি । সেকারণে এবার পিডিয়াট্রিক কোভিড ওয়ার্ডের শয্যা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলার মহম্মদ মিরাজ নামে আট মাসের এক শিশুর । যদিও গত চব্বিশ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে । তবে তারা অন্যান্য রোগে আক্রান্ত ছিল । জানা গিয়েছে, ওই শিশুটিকে বুধবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল । গত চব্বিশ ঘণ্টায় 27 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে । তার মধ্যে দশটি শিশুর জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে । দশটি শিশুর মধ্যে তিনজন শিশুকে জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং বিধাননগর থেকে রেফার করা হয়েছে ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "চার শিশুর গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হলেও তাদের মধ্যে শুধুমাত্র একটি শিশু জ্বর ও শ্বাসকষ্ট ছিল । বাকি তিন শিশু অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিল । এখনও শয্যা পর্যাপ্ত রয়েছে ।"

জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "অনেক অভিভাবকরা চিন্তিত । সেকারণে এদিন হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে পরিস্থিতির বিষয়ে শুনলাম । হাসপাতালে যথেষ্ট পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে । শুধুমাত্র সময়মতো শিশুদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিৎ ।"

আরও পড়ুন : Child Fever : ফের 2 শিশুর মৃত্যু, উত্তরবঙ্গ মেডিক্যালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে 9

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.