ETV Bharat / city

Kabul Evacuation : এয়ার লিফটের মাধ্যমে কাবুল থেকে বাড়ি ফিরলেন 10 পাহাড়বাসী

author img

By

Published : Aug 23, 2021, 10:25 PM IST

কাবুল থেকে পাহাড়ে পৌঁছলেন 10 জন নাগরিক
কাবুল থেকে পাহাড়ে পৌঁছলেন 10 জন নাগরিক

10 জন পাহাড়বাসী বাগডোগরায় পৌঁছলেন সোমবার সকালে ৷ রবিবার তাঁরা কাবুল থেকে দিল্লি পৌঁছেছেন ৷ বায়ুসেনার বিমানে তাঁদের এয়ার লিফট করে দেশে ফেরানো হয়েছে ৷ এদিন সকালে তাঁদের বাগডোগরায় পৌঁছে দেওয়া হয়েছে ৷

শিলিগুড়ি, 23 অগস্ট : কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় অবশেষে বাংলায় ফিরতে শুরু করেছেন আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়রা । কাবুল থেকে বিশেষ ব্যবস্থায় আস্তে আস্তে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের ৷ এমনই 10 জন পাহাড়বাসী কাবুল থেকে দিল্লি এসে পৌঁছেছেন ৷ সোমবার বিশেষ বিমানে দিল্লি থেকে তাঁদের দার্জিলিংয়ে ফিরিয়ে নিয়ে আসা হল । কাবুল থেকে বায়ুসেনার বিমানে তাঁদের এয়ার লিফট করে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল । এরপর সেখান থেকে বিমানে তাঁদের বাগডোগরায় পৌঁছে দেওয়া হয় । এঁরা প্রত্যেকেই দার্জিলিংয়ের বাসিন্দা ৷

জানা গিয়েছে, আফগানিস্তানে আটকে থাকা প্রায় 200 জনকে রবিবার এয়ার লিফট করে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল । আফগানিস্তানে এখনও প্রচুর ভারতীয় আটক রয়েছে, যার মধ্যে এখনও বেশ কিছু দার্জিলিংয়ের বাসিন্দা রয়েছে বলে জানা যাচ্ছে । বাকিদেরও ধাপে ধাপে বাড়ি ফিরানো হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ।

কাবুল ফেরত রাজেশ থাপা জানান, "আফগানিস্তানের অলিতে গলিতে তালিবানের দৌরাত্ম্য । অস্ত্র হাতে সন্ত্রাস ছড়াচ্ছে । যাকে-তাকে নির্বিচারে গুলি করছে । আর কিছুদিন থাকলে হয়ত আমরাও মারা যেতাম । কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই আমাদের ফেরত নিয়ে আসার জন্য । ভারতীয় বায়ুসেনা দারুণ কাজ করছে । কিন্তু এখনও অনেক ভারতীয় আটকে রয়েছেন । তাঁদেরও ধাপে ধাপে ফেরত নিয়ে আসা হবে । বাড়ি ফিরে দারুণ লাগছে । আফগানিস্তানে সর্বত্র আতঙ্ক । সেখানকার বাসিন্দারাও ব্যাপক আতঙ্কে রয়েছেন । প্রত্যেকেই প্রাণ বাচাঁতে ছুটোছুটি করছেন ৷"

সোমবার সকালে বাগডোগরায় পৌঁছে অভিজ্ঞতার কথা জানালেন কাবুল ফেরত রাজেশ ৷

প্রত্যেকেই এদিন বিমানবন্দরে নেমে সড়ক পথে বাড়ির উদ্দেশে রওনা দেন । প্রত্যেকেরই সময় সময়ে খবরাখবর নেয় জেলা প্রশাসন । জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লি ফেরার পর সেখানে তাঁদের আরটি-পিসিআর টেস্ট হয় ৷ তারপর এদিন সকালে দিল্লি থেকে কলকাতা এবং কলকাতা থেকে বাগডোগরায় ফেরেন তাঁরা ।

আরও পড়ুন : Evacuation from Afghanistan : 107 জন ভারতীয়কে নিয়ে দেশের মাটি ছুঁল বায়ুসেনার বিমান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.