ETV Bharat / city

দুই কন্যাসন্তানকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

author img

By

Published : Jan 10, 2021, 1:25 PM IST

মালদার অনুপনগরের বাসিন্দা চঞ্চল মণ্ডল ও তাঁর স্ত্রী মাম্পি মণ্ডলের মধ্যে ঝামেলা লেগে থাকত ৷ এরপর হঠাৎই আজ ভোরে পারিবারিক বিবাদের কারণে দুই মেয়েকে পার্শ্ববর্তী পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলে মাম্পি ৷ তবে কেন এই ঘটনা জানা যায়নি ৷ স্থানীয়দের দাবি মাম্পির মাথার সমস্য রয়েছে ৷

ছবি
ছবি

মালদা, 10 জানুয়ারি : পারিবারিক বিবাদে জেরে প্রাণ গেল দুই মেয়ের ৷ দুই কন্যাসন্তানকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল মা সহ শাশুড়ির বিরুদ্ধে ৷ ঘটনাটি চাঁচলের অনুপনগর গ্রামের ৷

অনুপ নগরের বাসিন্দা চঞ্চল মণ্ডল ৷ চঞ্চলবাবু পেশায় দিনমজুর ৷ স্ত্রী মাম্পি মণ্ডল গৃহবধূ ৷ তাঁদের মাধবি মণ্ডল (9) ও জয়শ্রী মণ্ডল (3) নামে দুই কন্যাসন্তান ছিল ৷ মাধবি চতুর্থ শ্রেণিতে পড়ত ৷ স্থানীয় সূত্রে খবর, ওই পরিবারের প্রায়শই ঝামেলা লেগে থাকত ৷ অভিযোগ, আজ ভোরে পারিবারিক বিবাদের কারণে দুই মেয়েকে পার্শ্ববর্তী পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় চাঁচল থানার পুলিশ ৷ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায় তারা ৷

আরও পড়ুন: শিশুকে বিক্রির অভিযোগে গ্রেপ্তার বাবা

এদিকে, ঘটনার পর থেকে অচৈতন্য হয়ে পড়ে মাম্পি ৷ বর্তমানে তাকে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আটক করা হয়েছে অভিযুক্ত দিদাকেও ৷ চঞ্চল মণ্ডল বলেন, “আমার স্ত্রীর নার্ভের সমস্যা রয়েছে৷ কাল সকালে সামান্য খাবার খেয়ে কাজে যাই৷ দুপুরে বাড়িতে গিয়ে খাবার পাইনি৷ মাম্পির মা আমাদের সঙ্গেই থাকেন৷ তিনি বিকেলে রান্না করে বাচ্চা দুটোকে খাওয়ান৷ শাশুড়ি মাম্পিকে বুঝিয়ে শান্ত করে৷ রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি৷ ভোরে ঘুমের মধ্যে দুই মেয়ের আওয়াজ শুনতে পাই৷ কিছুক্ষণ করে ঘুম থেকে উঠে দেখি মাম্পি নেই৷ পরে মাম্পি এসে বলে দুই মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে৷”

কী বললেন চঞ্চল মণ্ডল

স্থানীয় এক বাসিন্দা বাপী মণ্ডল বলেন, “ওই পরিবারে মাঝেমধ্যেই ঝামেলা লেগেই থাকে৷ কী কারণে ওরা এই ঘটনা ঘটিয়েছে তা জানা নেই৷ সকালে আমি ওই বাচ্চা দু'টির আওয়াজ শুনতে পেয়েছি৷ আজ বাচ্চা দু'টিকে মা ও শাশুড়ি মিলে পাশের পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলেছে৷ ঘটনাস্থানে পুলিশ এসে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷”

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে৷ অভিযুক্ত মাম্পি মণ্ডল অচৈতন্য থাকায় তাকে মালতিপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাম্পির রায়গঞ্জে মানসিক চিকিৎসা চলছিল৷ জিজ্ঞাসাবাদের জন্য মাম্পির মাকে আটক করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.