ETV Bharat / city

মালদায় কোরোনা-বিধি মেনে তর্পণ

author img

By

Published : Sep 17, 2020, 10:57 AM IST

Updated : Sep 17, 2020, 11:10 AM IST

tarpan with physical distance in Malda ramkrishna ghat
রামকৃষ্ণ ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ

কোরোনা পরিস্থিতিতে এবার শারীরিক দূরত্ববিধি মেনে তর্পণের ব্যবস্থা করেছে মালদা প্রশাসন । শহরের রামকৃষ্ণ ঘাটে খোদ পৌর প্রশাসক পরিস্থিতির উপর নজর রাখতে উপস্থিত হন ।

মালদা, 17 সেপ্টেম্বর : কোরোনা আতঙ্ক যতই থাকুক, প্রথা মেনে মহালয়ার ভোর থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন মালদার মানুষজন ৷ অন্যান্য বছরের মতো আজ শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে তর্পণ হয় ৷ তবে এবার ভিড় অনেক কম ৷ প্রথম থেকে মহানন্দার ঘাটে নজরদারি চালাচ্ছে পুলিশ ও ইংরেজবাজার পৌরসভা ৷ বিশেষ এই দিনে যাতে কোনওভাবে কোরোনার নির্দেশিকা অমান্য না করা হয়, তার দিকে কড়া নজর রাখা হয়েছে ৷ সকাল থেকে সেসব দেখতে ঘাটে ছিলেন খোদ পৌর প্রশাসক ৷

অন্যান্য বছর মহালয়ার ভোর থেকে দুপুর পর্যন্ত জমজমাট থাকে মহানন্দার মিশন ঘাট ৷ অন্তত দু’হাজার মানুষ সেখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন ৷ একাধিক পুরোহিত তর্পণের মন্ত্র পাঠ করান ৷ কিন্তু এবার কোরোনা যে সেই প্রাচীন প্রথায় আঘাত হানতে চলেছে, তা আগে থেকে বোঝা গেছিল ৷ পুরোহিতরা জানিয়েছিলেন, অন্য বছরগুলিতে এই দিনটায় তাঁদের উপার্জন ভালো হলেও এবার তা হবে না ৷ অনেকেই তাঁদের জানিয়ে দিয়েছেন, কোরোনা পরিস্থিতিতে এবার বাড়িতে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করবেন ৷ আজ ভোর থেকে সেই ছবি ধরা পড়েছে মিশন ঘাটে ৷ একসঙ্গে 25 জনের বেশি মানুষকে নদীতে নামতে দেওয়া হয়নি ৷ ভোর থেকে সেখানে ছিলেন পুলিশ ও পৌরকর্মীরা ৷ ছিলেন পৌর প্রশাসক ।

রামকৃষ্ণ ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ

তর্পণ সেরে শহরের পিরোজপুরের বাসিন্দা পার্থ ঘোষ বলেন, “প্রতি বছর ঘাটে এসে সোজা নদীতে নেমে যাওয়া যায় ৷ এবার সেটা হয়নি ৷ বাড়ি থেকে ভেবে বেরিয়েছিলাম, অন্য বছরের মতো এবারও নদীতে সবাই একসঙ্গে তর্পণ করব ৷ কিন্তু ঘাটে এসে দেখি তার উপায় নেই ৷ কোরোনা আবহে আমাদের প্রথমে তর্পণের জন্য লাইন দিতে হয়েছে ৷ নদীতে নেমেও সবাইকে শারীরিক দূরত্ববিধি বজায় রেখে তর্পণ করতে হয়েছে ৷ তবে পৌর কর্তৃপক্ষ এবার তর্পণের জন্য খুব ভালো ব্যবস্থা নিয়েছে ৷ আমি প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি ৷” পৌরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ বলেন, “আজ মহালয়া ৷ এই তিথিতে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে মানুষ তর্পণ করেন ৷ কিন্তু এবার কোরোনা পরিস্থিতিতে আমরা বেশি মানুষকে একসঙ্গে নদীতে নামতে দিইনি ৷"

Last Updated :Sep 17, 2020, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.