ETV Bharat / city

Water Logging: বৃষ্টির জেরে স্কুলে হাঁটুজল, ক্লাস বন্ধ মালদা প্রান্তপল্লি গার্লস বিদ্যালয়ে

author img

By

Published : Sep 15, 2022, 9:31 PM IST

বৃষ্টির জলে স্কুলে হাঁটুজল ৷ ক্লাস বন্ধ খোদ মালদা শহরের গার্লস হাইস্কুলে (Water Logged in Malda) ৷

School classes suspended due to water logging in Malda town
School classes suspended due to water logging in Malda town

মালদা, 15 সেপ্টেম্বর: বৃষ্টির জেরে বন্ধ করে দিতে হল স্কুলই ৷ স্কুলের ভিতরে জমে রয়েছে হাঁটুজল (Water Logged) ৷ পড়ুয়ারা স্কুলে এসেও ক্লাস না করতে পেরে বাড়ি ফিরে যেতে বাধ্য হয় ৷ আজ এই ছবি ধরা পড়েছে মালদা শহরের প্রান্তপল্লি গার্লস হাইস্কুলে ৷ যদিও ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষ দাবি করেছে, ওই এলাকায় জমা জল বের করার জন্য পাম্পের ব্যবস্থা করা হচ্ছে ৷

মালদা শহরের প্রায় কেন্দ্রস্থলে প্রান্তপল্লি গার্লস হাইস্কুল ৷ স্কুলটি ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত ৷ এই স্কুলে মূলত বস্তিবাসী মেয়েরা পড়াশোনা করে ৷ একই ভবনে রয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, রয়েছে প্রাথমিক বিভাগও ৷

স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা ঘোষ বলেন, "দীর্ঘদিন ধরেই আমরা জল জমে যাওয়ার সমস্যায় ভুগছি ৷ সামান্য বৃষ্টিতেও স্কুলে হাঁটু জল হয়ে যায় ৷ বর্ষায় তো বটেই, অসময়ের বৃষ্টিতেও আমরা এই সমস্যার মুখে পড়ি ৷ আমাদের সঙ্গে বাচ্চারাও সমস্যায় পড়ে ৷ স্কুলে আসতেই তারা ভিজে যায় ৷ তাদের নিরাপত্তার বিষয়টিও আমাদের দেখতে হয় ৷ এই স্কুলে একই ভবনে তিনটি বিভাগ রয়েছে ৷ তাতে জায়গার সংকুলান হয় না ৷ তবু আমরা চেষ্টা করে স্কুল চালাই ৷ কিন্তু বারবার একই ঘটনা ঘটলে স্কুল চালানোই মুশকিল ৷ আমরা একাধিকবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে ৷ স্কুলের ভিতর হাঁটু জল জমে থাকায় আজ বাচ্চারা ক্লাস করতে পারেনি ৷" (School classes suspended)

বৃষ্টির জেরে স্কুলে হাঁটুজল, ক্লাস বন্ধ মালদা প্রান্তপল্লি গার্লস বিদ্যালয়ে

আরও পড়ুন: স্কুলে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, 6 দিন পর থানার দ্বারস্থ পরিবার

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান জানান, গতকালের রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে পৌরসভার দুটি ওয়ার্ডের কিছু জায়গায় জল জমে গিয়েছে ৷ তার মধ্যে প্রান্তপল্লিও রয়েছে ৷ তাঁরা পাম্প ব্যবহার করে ওই দুটি ওয়ার্ডের জমা জল বের করার চেষ্টা করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.