ETV Bharat / city

Businessman shot : জুয়ার আসরে বচসার জেরে মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

author img

By

Published : May 5, 2022, 3:26 PM IST

জুয়ার আসরে বচসা ৷ আর তার জেরে মালদায় গুলিবিদ্ধ হলেন এক মাংস ব্যবসায়ী ৷ তাঁর বাড়ি মালদা শহরের মহেশমাটি এলাকায় (Businessman shot in Malda) । গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে তাঁকে সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করে দেন চিকিৎসকরা (Injures man is hospitalised) ।

Businessman shot in Malda
Businessman

মালদা, 5 মে : ঈদ উপলক্ষ্যে বসেছিল জুয়ার আসর । রাতভর সেই আসরে জুয়া খেলায় মেতে উঠেছিলেন এলাকার বেশ কিছু মানুষ । মূলত উচ্চবিত্তরাই সেখানে অংশ নিয়েছিলেন । কোনও কারণে সেই আসরে শুরু হয় বচসা । তার জেরে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী । কোনও প্রত্যন্ত গ্রামে নয়, আজ ভোরে ঘটনাটি ঘটেছে খোদ মালদা শহরে । গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে তাঁকে সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করে দেন চিকিৎসকরা (Businessman shot in Malda) ।

আহত ব্যবসায়ীর নাম আসগর শেখ । বয়স 37 বছর । বাড়ি মালদা শহরের মহেশমাটি এলাকায় । এলাকাটি ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত । ঈদকে কেন্দ্র করে স্থানীয় বেনফেড মোড় এলাকায় বসেছিল জুয়ার আসর । স্থানীয় সূত্রে খবর, ঈদের আগের দিন থেকেই সেই আসর চলেছে । রাতভর সেখানে জুয়া খেলা হয়েছে । গতকাল রাতেও আসর বসে । স্থানীয় তো বটেই, বহিরাগত কিছু মানুষও সেই আসরে অংশ নেন । আজ ভোর চারটে নাগাদ আসরে হঠাৎ গোলমাল শুরু হয় । একসময় আসরে থাকা দীপঙ্কর সরকারের সঙ্গে আসগরের হাতাহাতি শুরু হয়ে যায় । সেই সময়ই আসগরের পিঠে দীপঙ্কর গুলি চালায় বলে অভিযোগ । গুলি লাগে তাঁর পিঠের নীচের অংশে । তাঁকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, এখানে ওই গুলি বের করা যাবে না । আসগরকে কলকাতা রেফার করে দেন তাঁরা । গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হয় (Injures man is hospitalised)।

আরও পড়ুন : TMC Factionalism in Malda : অন্তর্দ্বন্দ্বে জেরবার মালদা তৃণমূল, ব্লক সভাপতিকে 'মাটি মাফিয়া' তকমা রতুয়ার বিধায়কের

ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ । ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর । ঘটনাস্থল থেকে একটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে । গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে । মেডিক্যালে উপস্থিত ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, “আজ ভোর চারটে নাগাদ আসগর শেখ নামে মহেশমাটির এক যুবককে পিছন থেকে গুলি চালানো হয় । তাঁকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে কলকাতা রেফার করে দেওয়া হয়েছে । কী কারণে তাঁকে গুলি চালানো হল তা নিয়ে পুলিশ তদন্ত করছে । পুলিশ আসগরের বয়ান রেকর্ড করেছে ।" ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত দীপঙ্করকে আটক করা হয়েছে । তবে আহত ব্যবসায়ীর পরিবারের তরফে এনিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

স্থানীয় সূত্রে খবর, শুধু ঈদ উপলক্ষ্যে নয়, ওই এলাকায় প্রায় সারা বছর ধরেই জুয়ার আসর চলে । আসরে মাঝেমধ্যে বচসাও হয় । কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস দেখান না । কারণ, যাঁরা সেই আসরে থাকেন, তাঁরা প্রভাবশালী হিসাবেই চিহ্নিত । এলাকার অনেকেই জানাচ্ছেন, গোটা বিষয়টি পুলিশেরও জানা । মাংস ব্যবসায়ী আসগর গুলিবিদ্ধ হওয়ার পর সেই আসর বন্ধ হয় কিনা, এখন সেটাই দেখতে চান স্থানীয়রা ।

আরও পড়ুন : Delegation of NITI Aayog in Malda : রেশম চাষ নিয়ে তথ্য সংগ্রহ নীতি আয়োগের প্রতিনিধি দলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.