ETV Bharat / city

মালদায় উদ্ধার দু'টি গোরু সহ 200 বোতল ফেনসিডিল

author img

By

Published : Sep 26, 2020, 7:42 PM IST

Malda news
উদ্ধার হওয়া ফেনসিডিল

মালদায় গোলাপগঞ্জ থেকে 200 বোতল ফেনসিডিল উদ্ধার করল BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ।

মালদা, 26 সেপ্টেম্বর : পাচার হওয়ার আগেই দু'টি গোরু-সহ 200 বোতল ফেনসিডিল উদ্ধার করল BSF। উদ্ধার হওয়া ফেনসিডিল গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ । তবে পাচারাকারীদের কাউকে ধরা সম্ভব হয়নি ।

BSF-এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতরাতে চরিঅনন্তপুর BOP-তে কর্মরত জওয়ানরা 10-12 জন পাচারকারীদের কাঁটাতারের দিকে এগোতে দেখে । জওয়ানরা ধাওয়া করলে পাচারকারীরা বস্তাগুলি কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলার চেষ্টা করে । কিন্তু বস্তাগুলি কাঁটাতারে আটকে যায় । বস্তাগুলি কাঁটাতার থেকে ছাড়ানোর জন্য জওয়ানদের দিকে লক্ষ্য করে পাছর ছুঁড়তে থাকে পাচারকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা একটি স্টেন গ্রেনেড ছোঁড়েন । এরপরেই পাচারকারীরা রাতের অন্ধকারের সুযোগে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । জওয়ানরা পরে কাঁটাতার থেকে বস্তাগুলি নামিয়ে 200 বোতল ফেনসিডিল উদ্ধার করে ।

আরও পড়ুন : কালিয়াচকে উদ্ধার 24,600 বোতল ফেনসিডিল

উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য 33 হাজার 938 টাকা । উদ্ধার হওয়া ফেনসিডিলগুলি গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । BSF-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সীমানা সংলগ্ন এলাকা থেকে 2 টি গোরু উদ্ধার করা হয়েছে । চলতি বছরে BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পাচারের আগেই এখনও পর্যন্ত 4 হাজার 337 টি গোরু ও 2 লাখ 19 হাজার 844 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.