ETV Bharat / city

পেটের দায়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ক্লাস টেনের পড়ুয়ার

author img

By

Published : Sep 27, 2020, 6:46 PM IST

ছাদের পাশ দিয়েই গেছে বিদ্যুতের লাইন । ক্ষণিকের অসাবধানতা । বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে বছর ষোলোর রবিউল ।

Malda news
ছবি

মালদা, 27 সেপ্টেম্বর : পরিবারে চরম আর্থিক সংকট । আর তা মেটাতে পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারীর কাজে যোগ দিয়েছিল দশম শ্রেণির ছাত্র । ছাদ ঢালাইয়ের কাজ চলছিল । সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই কিশোরের । মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা । মৃতের নাম রবিউল ইসলাম (16) ।

রবিউলের বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে । মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল রবিউল । রবিউলের আব্বা মহম্মদ তসলিম । পেশায় গাড়ি চালক । কোনওরকমে সংসার চলে । কোরোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে পরিবারের অবস্থা আরও খারাপ হয় । চরম আর্থিক সমস্যায় পড়তে শুরু করে তসলিম সাহেবের পরিবার । আনলক প্রক্রিয়া শুরু হলেও সেভাবে কাজ মেলেনি । বাধ্য হয়ে পরিবারের হাল ধরতে হয় রবিউলকে । রাজমিস্ত্রির জোগাড়ের কাজ শুরু করে ।

গতকাল স্থানীয় একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল । সেখানেও রাজমিস্ত্রির সহকারীর কাজ করছিল বছর ষোলোর রবিউল । ছাদের পাশ দিয়েই গেছে বিদ্যুতের লাইন । ক্ষণিকের অসাবধানতা । বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে । সেখানে চিকিৎসক রবিউলকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : হুকিংয়ের তার ছিঁড়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির

অন্য এক সহকারী শ্রমিক ছোটন দাস বলেন, “গতকাল ঢালাইয়ের কাজ চলছিল । বাঁশের খুঁটি লাগাতে গিয়ে হাই টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ছাদ থেকে মাটিতে লুটিয়ে পড়ে রবিউল । আমরা ওকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত বলে ঘোষণা করেন।”

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । দুর্ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

মালদা, 27 সেপ্টেম্বর : পরিবারে চরম আর্থিক সংকট । আর তা মেটাতে পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারীর কাজে যোগ দিয়েছিল দশম শ্রেণির ছাত্র । ছাদ ঢালাইয়ের কাজ চলছিল । সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই কিশোরের । মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা । মৃতের নাম রবিউল ইসলাম (16) ।

রবিউলের বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে । মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল রবিউল । রবিউলের আব্বা মহম্মদ তসলিম । পেশায় গাড়ি চালক । কোনওরকমে সংসার চলে । কোরোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে পরিবারের অবস্থা আরও খারাপ হয় । চরম আর্থিক সমস্যায় পড়তে শুরু করে তসলিম সাহেবের পরিবার । আনলক প্রক্রিয়া শুরু হলেও সেভাবে কাজ মেলেনি । বাধ্য হয়ে পরিবারের হাল ধরতে হয় রবিউলকে । রাজমিস্ত্রির জোগাড়ের কাজ শুরু করে ।

গতকাল স্থানীয় একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল । সেখানেও রাজমিস্ত্রির সহকারীর কাজ করছিল বছর ষোলোর রবিউল । ছাদের পাশ দিয়েই গেছে বিদ্যুতের লাইন । ক্ষণিকের অসাবধানতা । বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে । সেখানে চিকিৎসক রবিউলকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : হুকিংয়ের তার ছিঁড়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির

অন্য এক সহকারী শ্রমিক ছোটন দাস বলেন, “গতকাল ঢালাইয়ের কাজ চলছিল । বাঁশের খুঁটি লাগাতে গিয়ে হাই টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ছাদ থেকে মাটিতে লুটিয়ে পড়ে রবিউল । আমরা ওকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত বলে ঘোষণা করেন।”

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । দুর্ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.