ETV Bharat / city

সব বিষয়ে মমতার বিরোধিতা বিজেপির কাছে ব্যুমেরাং হবে না তো ?

author img

By

Published : Jun 10, 2021, 8:26 PM IST

সব বিষয়ে মমতার বিরোধিতা বিজেপির কাছে ব্যুমেরাং হবে না তো ?
সব বিষয়ে মমতার বিরোধিতা বিজেপির কাছে ব্যুমেরাং হবে না তো ?

নানা ইস্যুতে মমতার সমালোচনায় সরব হতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের ৷ গেরুয়া শিবিরের এই ভূমিকা কি সদর্থক ?

কলকাতা, 10 জুন : বাংলা যে নিজের মেয়েকেই চায়, তার প্রমাণ মিলেছে গত 2 মে ৷ বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তার পরও মমতার সমালোচনায় বিরতি দেয়নি বিজেপি ৷ বরং নানা ইস্যুতে সকাল থেকে সন্ধে মমতার সমালোচনায় সরব হতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে গেরুয়া শিবিরের এই ভূমিকা কি সদর্থক ? কারণ, ভোটের আগে তাঁরা যে বিষয়গুলি নিয়ে সমালোচনা করতেন, এখনও সেই সব বিষয় নিয়েই তোপ দাগছেন রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ আগে করা অভিযোগে ভোটে সেভাবে ফল মিলল না ৷ তাহলে ভোটের পর নেতাদের আচরণ বিজেপির জন্য আবার ব্যুমেরাং হয়ে যাবে না তো ?

আরও পড়ুন : জিতিনের যোগদানের পরদিনই দিল্লিতে যোগী, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

রাজনৈতিক পর্যবেক্ষক শুভাশিস মৈত্র বলছেন যে বিরোধীদের কাজই তো সমালোচনা করা ৷ তারা তো সেটাই করবে ৷ কিন্তু এই ক্ষেত্রে বিজেপি কিছুটা হয়তো দিশেহারা ৷ কারণ, হঠাৎ করে বিজেপি এই জায়গায় পৌঁছেছে ৷ তাছাড়া মমতা আন্দোলন করেই মমতা হয়েছেন ৷ বামপন্থীরাও আন্দোলন করেছে ৷ কিন্তু বিজেপি এই ধরনের আন্দোলন করেনি ৷ ওরা মূলত মন্দির আন্দোলন করেই প্রাসঙ্গিক হয়েছে ৷

একই সঙ্গে তিনি একথাও মনে করিয়ে দিয়েছেন দীর্ঘ সময় পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনও বিরোধী দলের এতজন বিধায়ক রয়েছে ৷ ফলে বিরোধী দলের ভূমিকাও তেমন হওয়া উচিত ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিরোধীদলের ভূমিকা সেভাবে দেখা যাচ্ছে না ৷ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি হল বিপদের দিনে মানুষের পাশে থাকা ৷ এই ক্ষেত্রে বিজেপিকে দেখা যাচ্ছে না ৷

আরও পড়ুন : নিউটাউনের এনকাউন্টারে এনআইএ তদন্ত চান সৌমিত্র, চিঠি দিচ্ছেন শাহকে

যদিও বিজেপির অন্দর অবশ্য মনে করছে যে তাদের যাঁরা ভোট দিয়েছেন, সেই মানুষের অধিকার রক্ষার দায়িত্ব রয়েছে বিজেপির ৷ তাই কোথাও দুর্নীতি হলে তারা সরব হবে ৷ তাছাড়া দলের নেতারা বলছেন যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে ৷ এই নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার ৷ যারা অত্যাচারিত, তাদের পাশে থাকাই বিজেপির কাজ ৷ এতে বরং তাদের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করছে গেরুয়া শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.