ETV Bharat / city

বিজেপির কর্মসূচিতে শুভেন্দু-সৌমিত্রর অনুপস্থিতি ঘিরে প্রশ্ন

author img

By

Published : Jul 5, 2021, 9:56 PM IST

বিজেপির কলকাতা পুরনিগম ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁ ৷ তাঁদের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠছে ৷

why suvendu adhikari and saumitra khan absent in bjp rally at kolkata
বিজেপির কর্মসূচিতে শুভেন্দু-সৌমিত্রর অনুপস্থিতি ঘিরে উঠছে প্রশ্ন

কলকাতা, 5 জুলাই : বিজেপির যুব মোর্চার (BJYM) ডাকে কর্মসূচি ৷ অথচ সেই কর্মসূচিতে নেই সংগঠনের রাজ্য সভাপতি ৷ আবার বিধানসভার বিরোধী দলনেতাকেও দেখা গেল না এই কর্মসূচিতে ৷ স্বাভাবিকভাবেই তাই উঠছে প্রশ্ন যে এই নেতারা কেন এদিনের কর্মসূচিতে যোগ দিলেন না ?

এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন স্বয়ং বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ সোমবার দলের দফতরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁকে এনিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি জানিয়েছেন, এদিনের কর্মসূচিতে থাকার জন্য সকলকেই জানানো হয়েছিল ৷ কিন্তু অনেক বিধায়ক, সাংসদ থাকলেও অনেকে ছিলেন না ৷ যাঁরা থাকতে পারেননি ৷ তাঁরা অন্য কর্মসূচিতে ছিলেন ৷

আরও পড়ুন : বিজেপির কর্মসূচিকে উত্তপ্ত করার দায় পুলিশের ঘাড়ে চাপালেন দিলীপ

সত্যিই কি তাই ? উঠছে প্রশ্ন ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) এদিন কলকাতাতেই ছিলেন ৷ যদিও তাঁর সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা যায়নি ৷ ফলে তিনি কেন অনুপস্থিত থাকলেন, সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিনের কর্মসূচিতে থাকবেন বলে জানা গিয়েছিল ৷ কিন্তু তিনি ছিলেন না ৷ পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় যে শুভেন্দু অধিকারী এদিন উপস্থিত ছিলেন ভগবানপুরে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া যে কর্মী-সমর্থকরা আবার বাড়ি ফিরেছেন, তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ৷

  • WB Govt imposed "lockdown like" restrictions and banned any political activity from May 16. Covid cases around 20000/day in WB at that time.

    Scenes outside Nizam Palace on May 17. Efficient imposition of Epidemic Act @KolkataPolice?

    Stop this incongruity. Rules for BJP only? pic.twitter.com/wNrAwgkWiK

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী

শুধু কি সেই কারণেই শুভেন্দু অনুপস্থিত ছিলেন এদিনের কলকাতা পুরনিগনম (Kolkata Municipal Corporation) ঘেরাও কর্মসূচিতে ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি ৷

তবে তিনি এদিনের কর্মসূচিতে পুলিশের ভূমিকার সমালোচনা করে টুইট করেন শুভেন্দু ৷ নারদ-কাণ্ডে গ্রেফতারির দিন সিবিআই অফিসের বাইরে যেভাবে বিক্ষোভ হয়েছে, সেই ছবি তুলে ধরে প্রশ্ন তোলেন যে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে কি মহামারি আইন বলবৎ করা যাবে না ?

আরও পড়ুন : দিদির কাছে দাদা, ‘দুঃখিত’ বোন

প্রসঙ্গত, এদিন ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে কলকাতা পুরনিগম ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির ৷ সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির মিছিল আটকানোর ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয় ৷ বেশ কয়েকজন আহতও হন ৷

এদিনের কর্মসূচিতে অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামীর মতো কয়েকজন বিধায়ক এবং জ্যোর্তিময় সিং মাহাতো, সুভাষ সরকারের মতো বেশ কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.