ETV Bharat / city

রাজ্যে ফের উর্ধ্বমুখী কোরোনা সংক্রমণ , এক দিনে মৃত্যু 57

author img

By

Published : Sep 11, 2020, 9:42 PM IST

গত 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 3 হাজার 16 জন ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 157 জন ৷ যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত 543, উত্তর 24 পরগনায় আক্রান্ত 532 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 57 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 96 হাজার 332 । মোট মৃতের সংখ্যা 3 হাজার 828 । কলকাতায় একদিনে মৃত্যু 16 জনের ৷

corona
corona

কলকাতা, 11 সেপ্টেম্বর : রাজ্যে ফের উর্ধমুখী কোরোনা সংক্রমণ । সুস্থের চেয়ে আক্রান্তের সংখ্যা আজও বেশি ৷ গত 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 3 হাজার 16 জন ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 157 জন ৷ যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত 543, উত্তর 24 পরগনায় আক্রান্ত 532 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 57 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 96 হাজার 332 । মোট মৃতের সংখ্যা 3 হাজার 828 । কলকাতায় একদিনে মৃত্যু 16 জনের ৷

গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 93 হাজার 175। আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 96 হাজার 332 । আজ 3 হাজার 16 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । সব মিলিয়ে এ পর্যন্ত মোট 1 লাখ 69 হাজার 43 জন সুস্থ হয়ে উঠল । রাজ্যে সুস্থতার হার 86.10 শতাংশ ।রাজ্যে গতকাল পর্যন্ত 23 লাখ 30 হাজার 283টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 45 হাজার 326 টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এপর্যন্ত মোট 23 লাখ 75 হাজার 609টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 26 হাজার 396 জনের পরীক্ষা হয়েছে । রাজ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.26 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 74 । এই সপ্তাহে নতুন করে তিনটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । একটি ল্যাবরেটরি এখনও অনুমোদনের অপেক্ষায় একটি ল্যাবরেটরি।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 495 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 469 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 5 লাখ 88 হাজার 127 জন রয়েছে । ছাড়া পেয়েছে 5 লাখ 21 হাজার 732 জন ।রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507 টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 738 । এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 92 । এর মধ্যে 37টি সরকারি ও 55টি বেসরকারি । যেগুলিকে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত করেছে সরকার । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্যার সংখ্যা 12 হাজার 505 । ICU যুক্ত শয্যার সংখ্যা 1 হাজার 243 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্যা 790 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.