ETV Bharat / city

Corona Update in Bengal : রাজ্যে কমল আক্রান্তের সংখ্যা, বাড়ল সংক্রমণের হার

author img

By

Published : Jan 27, 2022, 7:29 PM IST

Updated : Jan 27, 2022, 7:54 PM IST

corona west bengal today
রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় উত্তর 24 পরগনায় 14 জনের মৃত্যু হয়েছে ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 8 জনের ( 8 Died of Corona in Kolkata)৷ দক্ষিণ 24 পরগনাতে 4 জন প্রাণ হারিয়েছেন ৷ নদিয়ায় মৃত্যু হয়েছে 3 জনের ৷ উত্তর দিনাজপুরে 2 জন প্রাণ হারিয়েছেন ৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় একজন করে মারা গিয়েছেন ৷

কলকাতা, 27 জানুয়ারি : রাজ্যে আরও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 608 জন ৷ আগের দিন যা ছিল 4 হাজার 969 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 423 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 36 জনের (Died of Corona in Bengal)৷ তবে আক্রান্তের সংখ্যা কমলেও এদিন বেড়েছে সংক্রমণের হার ৷ বুধবার এই হার ছিল 7.32 শতাংশ, এদিন তা বেড়ে হয়েছে 9.02 শতাংশ ৷ এদিন রাজ্য স্বাস্থ্য কমিশন করোনার আরটিপিসিআর টেস্টের খরচ কমানোর নির্দেশ দিয়েছে ৷ এতদিন এই পরীক্ষার জন্য সর্বোচ্চ 950 টাকা নেওয়া হত, এবার তা কমে হচ্ছে 500 টাকা ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 481 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 19 লাখ 82 হাজার 862৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 15 হাজার 216 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 6 হাজার 656 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 55 হাজার 725 জন ৷

আরও পড়ুন : সামান্য বাড়ল সংক্রমণ ও পজিটিভিটি রেট, স্বস্তি দিয়ে কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা

আজ 40 হাজার 19 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 30 লাখ 2 হাজার 149 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 7 হাজার 775 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 49 হাজার 888 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 87 লাখ 66 হাজার 496 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 88 লাখ 86 হাজার 496জন ৷

Last Updated :Jan 27, 2022, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.