ETV Bharat / city

মৃত্যু বাড়লেও সংক্রমণ হাজারের নিচেই

author img

By

Published : Jul 9, 2021, 10:00 PM IST

তিন দিন পর সামান্য কমল দৈনিক সংক্রমণ । শুক্রবার ( 9 জুলাই) স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল 9 টা থেকে শুক্রবার সকাল 9 টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 990 জন ।

COVID-19
COVID-19

কলকাতা, 9 জুলাই : টানা পাঁচদিন রাজ্যে মোট সংক্রমণ হাজারের নিচে । তিন দিন পর সামান্য কমল দৈনিক সংক্রমণ । শুক্রবার ( 9 জুলাই) স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল 9 টা থেকে শুক্রবার সকাল 9 টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 990 জন । গতকাল দৈনিক সংক্রমণ ছিল 995 । দৈনিক সংক্রমণ পর পর তিন দিন অল্প বৃদ্ধি হওয়ার পর ফের নিম্নগামী ।

করোনাকে কাবু করতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার ফলও দেখতে শুরু করেছেন রাজ্যবাসী । পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চালু হওয়ার পর থেকেই নিম্নমুখী করোনা গ্রাফ । আগে দৈনিক সংক্রমণ যেখানে 20 হাজারের উপর দিয়ে যাচ্ছিল, গত পাঁচদিনে তা হাজারেরও নিচে নেমে গিয়েছে । আর বেড়েছে দৈনিক মৃত্যু । বুধবার সকাল 9 টা থেকে বৃহস্পতিবার সকাল 9 টার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে 19 জনের । গতকাল সংখ্যাটা ছিল 17 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 10 হাজার 208 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 886 জনের । তবে রাজ্যে মৃত্যুর হার অনেকটাই কম । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন করোনায় মৃত্যুর হার 1.18 শতাংশ । একইসঙ্গে সুস্থও হয়ে উঠছেন অনেকে । বৃহস্পতিবার সকাল 9 টা থেকে শুক্রবার সকাল 9 টার মধ্যে করোনামুক্ত হয়েছেন 1,424 জন । কমেছে সংক্রমিতের হারও । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.93 শতাংশ ।

কলকাতা ও উত্তর 24 পরগনা নিয়ে শুরু থেকেই প্রশাসনের চিন্তা ছিল । এই দুই জেলাতেই করোনা সংক্রমণ সবথেকে বেশি হয়েছিল । করোনার বিধি-নিষেধ চালু হওয়ার আগে দুই জেলাতেই দৈনিক সংক্রমণ 5 হাজারের উপর দিয়ে যাচ্ছিল । কিন্তু কার্যত লকডাউনের পর থেকে তা চোখে পড়ার মতো কমে এসেছে । শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় দৈনিক সংক্রমণ 73 এবং উত্তর 24 পরগনায় 94 ।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও 15 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী । অর্থাৎ, 15 জুলাই পর্যন্ত জারি থাকবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ । তবে আগের থেকে আরও শিথিল করা হয়েছে নিয়ম । 1 জুলাই থেকে রাস্তায় নেমেছে বাস । 50 শতাংশ গ্রাহকদের নিয়ে খোলা হয়েছে জিম, পার্লার, সেলুন । সবজি ও মাছের দোকানও খোলা থাকছে সকাল 6 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত । অন্যান্য দোকান খোলা রাখা হচ্ছে সকাল 11 টা থেকে রাত 8 টা পর্যন্ত । তবে লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা কবে থেকে চালু হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.