ETV Bharat / city

Bhabanipur By Election : দুর্গাপুজো কমিটি নিয়ে বৈঠকে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, কমিশনকে জানাল রাজ্য

author img

By

Published : Sep 8, 2021, 9:04 PM IST

west-bengal-government-claims-that-mamata-banerjee-meeting-with-durga-puja-committee-did-not-violate-mcc
Bhabanipur By Election : দুর্গাপুজো কমিটি নিয়ে বৈঠকে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, কমিশনকে জানাল রাজ্য

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলি নিয়ে বৈঠক করে নির্বাচনী বিধিভঙ্গ করেছে রাজ্য সরকার ৷ কমিশনে অভিযোগ করেছিল বিজেপি ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : মঙ্গলবার দুর্গাপুজো কমিটিগুলি নিয়ে বৈঠক করে রাজ্য সরকার ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য নির্বাচনী বিধিভঙ্গ হয়নি ৷ এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা । আর তা তিনি নির্বাচন কমিশনকেও জানিয়ে দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ওই অনুষ্ঠান থেকে পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য-সহ একাধিক সাহায্যের আশ্বাস দেওয়া হয় রাজ্য সরকারের তরফে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভবানীপুরের ভোটের জন্য নির্বাচনী আচরণবিধি চালু রয়েছে ৷ তাই নতুন কোনও ঘোষণা করা হচ্ছে না ৷ আগের বছর পুজো কমিটিগুলি সরকারের কাছ থেকে যা সাহায্য পেয়েছে, সেটাই পাবে এই বছরও ৷

আরও পড়ুন : Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার

যদিও এই বিষয়ে বিজেপির তরফে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করা হয় ৷ বিজেপির প্রতিনিধি দল দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ৷ তাঁর কাছে বিজেপি এই নিয়ে অভিযোগ জানায় ৷ উল্লেখ্য, আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ ভবানীপুর কলকাতা পৌরনিগম এলাকার মধ্যে পড়ছে ৷ বিজেপির দাবি, গোটা কলকাতা জেলাতেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে ৷ অথচ নেতাজি ইন্ডোরের বৈঠকে উপস্থিত 36 হাজার পুজো কমিটির মধ্যে কলকাতার আড়াই হাজার ছিল ৷

তার পর রাজ্য সরকারের কাছে এর উত্তর জানতে চায় নির্বাচন কমিশন ৷ পুজো কমিটিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কী কী ঘোষণা হয়েছিল ও কাদের ডাকা হয়েছিল, তা নিয়ে বিস্তারিত উত্তর জানতে রাজ্যের কাছ থেকে চাওয়া হয় ৷ ওই অনুষ্ঠান আয়োজন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল কি না, সেটার উত্তর দিতে বলা হয় রাজ্যকে ৷

আরও পড়ুন : Bhawanipur By Election : ভবানীপুরে মমতাকে হারাতে গুরুদায়িত্ব পেলেন বিজেপির অর্জুন

সেই উত্তরেই স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা জানান, নির্বাচন কমিশনের নিয়মানুসারে উপ-নির্বাচনের ক্ষেত্রে মেট্রোপলিটন সিটির জন্য যে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেখানেই শুধু আদর্শ আচরণবিধি লাগু থাকছে । পাশাপাশি জেলার ক্ষেত্রে কোনও বিধানসভার নির্বাচন বা উপনির্বাচন হলে সম্পূর্ণ জেলাতেই আদর্শ আচরণবিধি লাগু থাকে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে পুজো কমিটিগুলিকে ডাকা হয়, সেখানে মুর্শিদাবাদ জেলা ও ভবানীপুর বিধানসভার কেন্দ্রের কোনও পুজো ক্লাবকে ডাকা হয়নি ও কোনও আর্থিক অনুদানও দেওয়া হয়নি । কারণ, ভবানীপুরে উপনির্বাচন ও মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট রয়েছে ৷ তাছাড়া অনুষ্ঠানও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বাইরে আয়োজন করা হয় ৷

আরও পড়ুন : Dilip-Mamata : মমতা বাঘ, সিংহ না ছাগল নন্দীগ্রামে প্রমাণ হয়ে গিয়েছে ; বেফাঁস দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.