ETV Bharat / city

Healthcare Award: বণিকসভার বিচারে দেশের স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে বাংলা, মিলছে দু’টি পুরস্কার

author img

By

Published : Oct 12, 2022, 4:28 PM IST

west-bengal-gets-two-awards-from-ficci-for-good-work-in-health-sector
Healthcare Award: বণিকসভার বিচারে দেশের স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে বাংলা, মিলছে দু’টি পুরস্কার

ফিকির হেলথ কেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড (FICCI Healthcare Excellence Awards 2022) পাচ্ছে বাংলা ৷ টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্টের (Tele Brain Stroke Management) জন্য দেশের সেরা হয়েছে এই রাজ্য ৷ আর টেলি মেডিসিনের (Tele Medicine) জন্য মিলছে বিশেষ লাইসেন্স ৷

কলকাতা, 12 অক্টোবর : আবার রাজ্যকে স্বীকৃতি । আবারও দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ (West Bengal) । এবার বাংলা এগিয়ে স্বাস্থ্যে (Health Sector) । স্বীকৃতি মিলল টেলি মেডিসিন (Tele Medicine) এবং টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্টের (Tele Brain Stroke Management) জন্য ।

করোনাকালে (Covid Pandemic) স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দরজায় পৌঁছে দেওয়ার জন্য টেলি মেডিসিন চালু করেছিল রাজ্য সরকার । কিন্তু পরবর্তীতেও এই টেলি মেডিসিন পরিষেবা জারি রাখে রাজ্য । আর তাতেই মিলল স্বীকৃতি । রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কতটা সময়োপযোগী ছিল তা রাজ্যের সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওয়াকিবহাল মহল ।

একই ভাবে রাজ্যের অন্যতম প্রকল্প টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মস্তিষ্ক প্রসূত । এই প্রকল্পের জন্যই রাজ্যের মুকুটে নয়া পালক 'ফিকির হেলথ কেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড' (FICCI Healthcare Excellence Awards 2022) । জানা গিয়েছে, বিশেষ এই পুরস্কারের আয়োজন এবারে 14তম বর্ষে পদার্পণ করেছে । টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট প্রকল্প সেখানে ছিনিয়ে নিয়েছে সোনার পদক । টেলি মেডিসিন প্রকল্পের নাম 'স্বাস্থ্য ইঙ্গিত' । আর এই 'স্বাস্থ্য ইঙ্গিত' প্রকল্প ছিনিয়ে নিয়েছে বিশেষ পুরস্কার ।

করোনা অতিমারির দিনগুলিকে রাজ্যের মানুষ এখনও ভুলে যাননি । সে সময় চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের দরজায় পৌঁছে দেওয়াই ছিল সরকারের জন্য চ্যালেঞ্জ । মৃত্যুর হাতছানি উপেক্ষা করে সে সময় চিকিৎসকেরা যে পরিষেবা দিয়েছিলেন, তার পরেও বহু মানুষ চিকিৎসা ব্যবস্থার আওতার বাইরে থাকছিলেন । সেই সময় মুখ্যমন্ত্রী প্রকল্পগুলি একরকম মানুষের কাছে রক্ষাকবচ হয়েছিল । সেই প্রকল্পগুলি জাতীয় ক্ষেত্রে স্বীকৃতি পাওয়ায় এর গ্রহণযোগ্যতা কতখানি, তা সাধারণ মানুষের কাছে আরও একবার প্রমাণ হয়ে গেল বলে মনে করছে প্রশাসনের বড় অংশ ।

আরও পড়ুন : 'বাংলা বিশ্বসেরা হবে', নিজে হাতে বার্লিনে পর্যটন পুরস্কার নিতে ইচ্ছুক মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.