ETV Bharat / city

Kolkata Corporation Election 2021: পৌর নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের, পর্যবেক্ষকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ

author img

By

Published : Nov 26, 2021, 9:11 PM IST

West Bengal Election Commission begins preparation for Kolkata Corporation Election 2021
প্রস্তুতি শুরু কমিশনের ।

নির্বিঘ্নে পৌরনিগম নির্বাচন (Kolkata Corporation Election 2021) করাতে এ বার কোমর বেঁধে নামছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Election Commission) । সেই মতো শুরু হয়ে গেল প্রস্তুতি ।

কলকাতা, 26 নভেম্বর: নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে একদিন আগেই । এ বার নির্বিঘ্নে পৌরনিগম নির্বাচন (Kolkata Corporation Election 2021) করাতে এ বার কোমর বেঁধে নামছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Election Commission) । সেই মতো শুরু হয়ে গেল প্রস্তুতি । পর্যবেক্ষক (Election Commission Observer) নামিয়ে রিপোর্ট প্রত্যেক দিনের রিপোর্ট নেবে কমিশন ।

কমিশন সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকে প্রত্যেক বোরোয় এক জন করে পর্যবেক্ষক থাকবেন । প্রতি দিন বিকেল 4টের মধ্যে সারা দিনের রিপোর্ট তৈরি করে, কমিশনের দফতরে জমা দিতে হবে তাঁদের ।

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল

পৌর নির্বাচন নিয়ে শুক্রবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারদের নিয়ে জরুরি বৈঠকও করে কমিশন । দক্ষিণ 24 পরগনার জেলাশাসকরাও উপস্থিত ছিলেন বৈঠকে । আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় সেখানে । আলোচনা হয় ইভিএম-এর নিরাপত্তা,বুথ-গণনা কেন্দ্রের নিরাপত্তা, রাজনৈতিক প্রচার সভার নিরাপত্তা নিয়েও ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট করাতে বদ্ধপরিকর কমিশন । তাই কোন রকম ঝুঁকি না নিয়ে, আইন-শৃঙ্খলা বিষয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সুনিশ্চিত করতে চান কমিশন কর্তারা । তার জন্য কলকাতা পুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে । কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা দেখতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দিয়েছে কমিশন ।

আরও পড়ুন: BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

এ ছাড়াও, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রূপরেখা অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনে কোনও অভিযোগ এলে এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে । যিনি অভিযোগকারী, তাঁর অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও জানাতে হবে কমিশনকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.