WB Bypoll Result : চার আসনেই জয়ী তৃণমূল, বিজেপিকে আক্রমণ মমতা-অভিষেকের

author img

By

Published : Nov 2, 2021, 8:13 AM IST

Updated : Nov 2, 2021, 5:23 PM IST

WB Bye Election 2021

14:23 November 02

হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন মিটেছে একমাস আগেই ৷ আজ ফের চার জেলার বাকি চার কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা হল ৷ কোচবিহারের দিনহাটা, উত্তর 24 পরগনার খড়দা, দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে ভোট গণনা শুরু হয় কমিশনের ঘোষণা মতো ঠিক সকাল আটটা থেকেই ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছিল ৷

শান্তিপুরে সতেরো রাউন্ডের শেষে ইভিএম গণনা শেষে তৃণমূল জয়ী হল 63 হাজার 892 ভোটের ব্যবধানে ৷

শান্তিপুর উপনির্বাচনের ফলাফল

ব্রজকিশোর গোস্বামী- তৃণমূল কংগ্রেস- 1 লক্ষ 10 হাজার 907 ৷

বিজেপি- 47 হাজার 15 ৷

সিপিএম- 39 হাজার 674 ৷ 

কংগ্রেস- 2 হাজার 836 ৷

নোটা- 1 হাজার 873 ৷

14:16 November 02

দিনহাটা উপনির্বাচনের ফলাফল

উদয়ন গুহ- তৃণমূল কংগ্রেস- 1 লক্ষ 89 হাজার 575 ৷

বিজেপি- 25 হাজার 486 ৷

ফরওয়ার্ড ব্লক- 6 হাজার 290 ৷

নোটা- 3 হাজার 935 ৷

তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান 1 লক্ষ 64 হাজার 88টি ভোটে ৷

14:07 November 02

ষোল রাউন্ডের শেষে শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন 59 হাজার 567টি ভোটে ৷ তৃণমূল প্রার্থী পেয়েছেন 1 লক্ষ 3 হাজার 173 ভোট ।

14:01 November 02

দলীয় প্রার্থীদের বিপুল ব্যবধানে জয়ের পর তীর্যক টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ লিখলেন, সত্যিকারের বাজি ছাড়া দীপাবলি । বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক ৷

13:50 November 02

খড়দায় জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ 93 হাজার 832 ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী ৷ 

  • খড়দায় তৃণমূল প্রার্থী পেয়েছেন 1 লাখ 14 হাজার 86টি ভোট
  • আর বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 20 হাজার 254
  •  সেখানে বাম প্রার্থী পেয়েছেন 16 হাজার 110টি ভোট

13:44 November 02

পনেরো রাউন্ডের শেষে শান্তিপুরে 54 হাজার 706টি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৷

13:28 November 02

চোদ্দ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী পেয়েছেন 89 হাজার 750টি ভোট ।  বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন 38 হাজার 872টি ভোট । শান্তিপুরে তৃণমূল প্রার্থী এগিয়ে 50 হাজার 878 ভোটে ৷

13:21 November 02

গোসাবা উপনির্বাচনের ফলাফল

সুব্রত মণ্ডল- তৃণমূল কংগ্রেস- 1 লক্ষ 60 হাজা 231 ৷

বিজেপি- 18 হাজার 338 ৷

আরএসপি- 3 হাজার 68 ৷

তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান 1 লক্ষ 41 হাজার 893টি ভোটে ৷

13:18 November 02

তেরো রাউন্ড শেষে শান্তিপুরে তৃণমূলে ব্রজকিশোর গোস্বামী এগিয়ে 45 হাজার 987 ভোটে এগিয়ে ৷ 

13:11 November 02

প্রার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ চার কেন্দ্রের প্রার্থীকেই জানালেন শুভেচ্ছা ৷

13:05 November 02

বারো রাউন্ড শেষে ব্রজকিশোর গোস্বামীর প্রাপ্ত ভোট 77 হাজার 555টি ভোট । বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের থেকে তিনি 41 হাজার 364টি ভোটে এগিয়ে রয়েছেন ৷

12:54 November 02

বারো রাউন্ডের শেষে শোভনদেব এগিয়ে 70 হাজার 80 ভোটে ৷ 887 ভোটে সিপিআইএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি ৷

12:36 November 02

উনিশ রাউন্ডে শেষে জয়ী উদয়ন গুহ ৷ জয়ের ব্যবধান 1 লক্ষ 63 হাজার 5টি ভোট ৷ তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 1 লক্ষ 88 হাজার 311 ৷ বিজেপি পেয়েছে 25 হাজার 306 এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছে 6 হাজার 258টি ভোট ৷

12:16 November 02

সতেরো রাউন্ডের শেষে দিনহাটায় 1 লক্ষ 48 হাজার 319 হাজার ভোটে এগিয়ে উদয়ন গুহ ৷ প্রাপ্ত ভোট 1 লক্ষ 71 হাজার 94 ভোট ৷

12:12 November 02

গোসাবায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল ৷ দিনহাটায় জয়ের পথে উদয়ন গুহও ৷

12:08 November 02

নবম রাউন্ড শেষে শান্তিপুরে 28 হাজার 606টি ভেটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৷ পেয়েছেন 58 হাজার 127 ভোট ৷ বিজেপি পেয়েছে 29 হাজার 521 ভোট ৷ 

11:58 November 02

নবম রাউন্ড শেষে 46 হাজার 728 ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় ৷ 11 হাজার 978টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম ৷

11:55 November 02

অষ্টম রাউন্ড শেষে খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 50 হাজার 161টি ভোট ৷ এগিয়ে রয়েছেন 38 হাজার 975 ভোটে ৷

11:51 November 02

চোদ্দ রাউন্ড শেষে দিনহাটায় উদয়ন গুহ এগিয়ে রয়েছেন 1 লক্ষ 22 হাজার 758 ভোটে ৷

11:48 November 02

অষ্টম রাউন্ডের গণনা শেষে শান্তিপুরে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের থেকে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন 24 হাজার 330 ভোটে ৷

11:43 November 02

পনেরো রাউন্ডের শেষে গোসাবায় তৃণমূল এগিয়ে 1 লক্ষ 33 হাজার 318 ভোটে ৷ 13 রাউন্ডের শেষে দিনহাটায় শাসক এগিয়ে 1 লক্ষ 12 হাজার 741 ভোটে ৷

11:37 November 02

সপ্তম রাউন্ড শেষে শান্তিপুর তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন 19 হাজার 975 ভোটে ৷ খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন 33 হাজার 201 ভোটে ৷

11:24 November 02

চোদ্দ রাউন্ডের শেষে গোসাবায় তৃণমূলের প্রাপ্ত ভোট 1 লক্ষ 41 হাজার 262টি ভোট ৷ দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে 1 লক্ষ 24 হাজার 249টি ভোটের ৷ ষষ্ঠ রাউন্ডের শেষে খড়দায় তৃণমূলের প্রাপ্ত ভোট 36 হাজার 439 এবং শান্তিপুরে 40 হাজার 898 ৷ একই ভাবে এগিয়ে দিনহাটাতেও ৷ জয় নিশ্চিত হতেই উদয়ন গুহকে মিষ্টিমুখ করালেন পার্থপ্রতিম রায় ৷ 

11:00 November 02

উদয়ন গুহ এগিয়ে থাকায় দিনহাটায় তৃণমূল কর্মীদের উল্লাস

পঞ্চম রাউন্ডের পর খড়দায় তৃণমূলের প্রাপ্ত ভোট 30 হাজার 118 ভোট ৷ সিপিআইএমের 7 হাজার 350 এবং বিজেপির 5 হাজার 890টি ভোট ৷

10:52 November 02

একাদশ রাউন্ডের গণনার পর গোসাবা-দিনহাটায় বিপুল ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ গোসাবায় 98 হাজার 206 এবং দিনহাটায় 91 হাজার 64 ভোটে এগিয়ে রয়েছে শাসক ৷ দিনহাটায় উদয়ন গুহ এগিয়ে থাকায় ইতিমধ্যেই উল্লাসে মেতেছেন কর্মী-সমর্থকরা ৷ রাস্তায় তাঁদের বাজি ফাটাতে দেখা গেল ৷

10:40 November 02

চতুর্থ কাউন্ড শেষে খড়দায় বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম ৷ এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ চতুর্থ রাউন্ড শেষে শান্তিপুরেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৷ 

10:31 November 02

নবম রাউন্ড শেষে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ গোসাবায় এগিয়ে 82 হাজার 387, দিনহাটায় 71 হাজার 675 ভোটে ৷ 

10:13 November 02

দ্বিতীয় রাউন্ড শেষে শান্তিপুরের তৃণমূল প্রার্থী পেয়েছেন 15 হাজার 91টি ভোট ৷ বিজেপির নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন 8 হাজার 98টি ভোট ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন 6 হাজার 993টি ভোটে ৷

10:03 November 02

পঞ্চম রাউন্ড শেষে গোসাবায় 51 হাজার 773 ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল ৷ পেয়েছেন 55 হাজার 564 ভোট ৷ পঞ্চম রাউন্ড শেষে বিজেপি পেয়েছ 3 হাজার 791 এবং বাম প্রার্থী পেয়েছে 922 ভোট ৷

09:51 November 02

গোবাসায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ৷ পেয়েছেন 8 হাজার 725 ভোট । বিজেপি প্রার্থী পেয়েছেন 2 হাজার 360 ভোট ।

09:47 November 02

খড়দায় প্রথম রাউন্ড শেষে 6 হাজার 710 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ বিজেপি পেয়েছে 1 হাজার 228 এবং সিপিআইএম প্রার্থী পেয়েছেন 1 হাজার 123 ভোট ৷

09:27 November 02

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগের পর মহুয়া মৈত্রকে সতর্ক করল কমিশন । শান্তিপুর কেন্দ্রে আপাতত পরিস্থিতি স্বাভাবিক ৷

09:23 November 02

চতুর্থ রাউন্ড শেষে দিনহাটায় 36 হাজার 115 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন 6 হাজার 457 এবং বাম প্রার্থী আব্দুর রউফ পেয়েছে 1 হাজার 537টি ভোট ৷

09:18 November 02

দ্বিতীয় রাউন্ড শেষে দিনহাটায় 17 হাজার 758 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন 3 হাজার 92 এবং বাম প্রার্থী আব্দুর রউফ পেয়েছে 811টি ভোট ৷ 

09:09 November 02

খড়দা বিধানসভার উপনির্বাচনের গণনা চলছে নিউবারাকপুর থানার আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে । নিশ্চিদ্র নিরপত্তার মধ্যে প্রথমেই শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা ৷ এখানে 22টি টেবিলে 16 রাউন্ডের গণনা হবে । পোস্টাল ব্যালট গণনার শেষে 1200 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । প্রথম রাউন্ডের গণনা চলছে, সেখানেও এখনও পর্যন্ত 5 হাজার ভোটে এগিয়ে তৃণমূলই ৷

08:34 November 02

গোসাবা বিধানসভা কেন্দ্রের গণনা চলছে ক্যানিংয়ের ট্যাংরাখালি বঙ্কিম সর্দার কলেজে ৷ এখানে তিনটি হলে 21টি টেবিলে গণনা চলছে । মোট 16 রাউন্ড গণনা হবে । এই কেন্দ্রের মোট ভোটার 2 লক্ষ 30 হাজার 8 জন । প্রায় 80 শতাংশ ভোট পড়েছে এখানে ৷ এক নির্দল-সহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

08:25 November 02

শান্তিপুর কেন্দ্রে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গণনা প্রভাবিত করার অভিযোগ আনলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ তাঁর অভিযোগ, কৃষ্ণনগরের সাংসদ কমিশনের গাইডলাইন উপেক্ষা করে গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন ৷ এখানে মোট 22টি টেবিলে 17 রাউন্ডের গণনা শুরু হয়েছে ৷

08:20 November 02

দিনহাটা কলেজে মোট 22টি টেবিলে ভোট গণনা শুরু হয়েছে ৷ এখানে 19 রাউন্ড গণনা হবে । গণনার জন্য প্রতি টেবিলে তিনজন করে কর্মী-সহ মোট 97 জন কর্মী থাকছেন । এই কেন্দ্রে ভোটের হার ছিল 75.8 শতাংশ ।

07:41 November 02

চার জেলার চার কেন্দ্রে শুরু হল ভোট গণনা ৷ কোচবিহারের দিনহাটা, উত্তর 24 পরগনার খড়দা, দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরের ফলাফলের দিকে তাকিয়ে রাজ্যের মানুষ ৷

Last Updated :Nov 2, 2021, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.