ETV Bharat / city

রাজ্য নির্বাচন কমিশনে যোগ দিলেন 3 আধিকারিক

author img

By

Published : Feb 9, 2021, 8:48 PM IST

রাজ্য নির্বাচন কমিশনে নতুন তিন আধিকারিককে নিয়োগ করল নির্বাচন কমিশন ৷ সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন থেকে সরানো তিন আধিকারিকের জায়গায় তাঁদের আনা হয়েছে ৷

west-bengal-assembly-election-2021-new-appointment-of-ceo-officers
রাজ্য নির্বাচন কমিশনে যোগ দিলেন 3 আধিকারিক

কলকাতা, 9 ফেব্রুয়ারি : রাজ্য নির্বাচন কমিশনে যোগ দিলেন নতুন তিন আধিকারিক । নয়া এই তিন আধিকারিক হলেন বিজিতকুমার ধর, সৌরভ বারিক ও অরিন্দম নিয়োগী। এর আগে বিজিত কুমার ধর আদিবাসী উন্নয়ন দপ্তরের সহকারী সচিব ছিলেন ৷ সৌরভ বারিক ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহকারী সচিব এবং অরিন্দম নিয়োগী ছিলেন এল অ্যান্ড এল আর এবং আরআর অ্যান্ড আর দপ্তরের যুগ্ম সচিব ৷

সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনে তিনজন আধিকারিককে সরানো হয়েছিল ৷ তাঁদের জায়গায় বিজিতকুমার ধর, সৌরভ বারিক এবং অরিন্দম নিয়োগী যোগ দিলেন নতুন আধিকারিক পদে। তবে, তাঁদের কোন দপ্তরে স্থানান্তরিত করা হতে পারে, সে খবর এখনও পরিষ্কার হয়নি।

আরও পড়ুন : শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি কমিশনকে জানাল বিজেপি
তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কমিশনের আধিকারিক শৈবাল বর্মনকে পাঠানো হয়েছে অর্থ দপ্তরে ৷ অনামিকা মজুমদারকে পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরে এবং অমিতজ্যোতি ভট্টাচার্যকে পাঠানো হয়েছে গ্রিইভান্স সেলে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.