ETV Bharat / city

নির্বাচন ঘোষণার 10 দিনেই সিজ়ার তালিকা ছাপাল আগের দু'বারকে

author img

By

Published : Mar 9, 2021, 11:31 AM IST

নির্বাচন ঘোষণার 10 দিনের মধ্যেই সিজ়ার তালিকা ছাপিয়ে গেল আগের দু'বারের নির্বাচনকে । ইতিমধ্যেই পুলিশ প্রচুর অর্থ ও কয়েক কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে ।

west bengal assembly election 2021: huge amount of illegal money and articles seized
নির্বাচন ঘোষণার 10 দিনেই সিজ়ার তালিকা ছাপাল আগের দু'বারকে

কলকাতা, 9 মার্চ: রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়েছে । রাজ্যজুড়ে চলছে আদর্শ আচরণবিধি । এরই মধ্যে পুলিশ বাজেয়াপ্ত করল প্রচুর পরিমাণে অর্থ ও কয়েক কোটি টাকা অর্থমূল্যের হিসেব বহির্ভূত সামগ্রী ।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়া মাত্র 10 দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় 50 কোটি টাকা অর্থমূল্যের বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ । জানা গিয়েছে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিছু এলাকাকে সন্দেহের তালিকায় রেখেছে । তাই সেই জায়গাগুলিতে নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করা হচ্ছে । সূত্রের খবর, কলকাতার যে সব জায়গাগুলির প্রতি বিশেষ নজর দেওয়া হবে, সেগুলি হল বড়বাজার বন্দর অঞ্চল, খিদিরপুর, জোড়াসাঁকো-সহ আরও বেশ কয়েকটি জায়গা । বাকি যে জায়গাগুলিতে নজরদারি আরও চালানো হবে সেগুলি হল উত্তরবঙ্গ, মালদা, আসানসোল-সহ আরও বেশ কয়েকটি জায়গা ।

পরিসংখ্যান বলছে, বিগত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2016 সালে বাজেয়াপ্ত হওয়া জিনিসের অর্থমূল্য ছিল প্রায় 21 কোটি টাকা। পাশাপাশি 2019 সালে লোকসভা নির্বাচনে তা ছিল প্রায় 95 কোটি টাকা ।অতএব লোকসভা নির্বাচনের পরিমাণের প্রায় অর্ধেকের বেশি ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগেই বাজেয়াপ্ত করা হয়েছে ।

আরও পড়ুন: দেওয়াল লিখন বদলানোর ঘটনায় দু'দলের হাতাহাতি

আজ বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরুলি কুমার বিভিন্ন এজেন্সি এবং প্রশাসনিক স্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে উপস্থিত ছিল জিআরপি, মেট্রো রেল, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব রেল, পোস্টাল ডিপার্টমেন্ট, কোস্টগার্ড-সহ অন্যান্য দফতর ।

সূত্রের খবর, বৈঠকে তিনি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য যা পদক্ষেপ করা প্রয়োজন তা করতে নির্দেশ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.