ETV Bharat / city

ফের জোটে জট, একই আসনে পৃথক প্রার্থী বাম-কংগ্রেসের

author img

By

Published : Mar 10, 2021, 10:23 AM IST

Updated : Mar 10, 2021, 11:28 AM IST

Again problem arises in Left- Congress alliance
বাম কংগ্রেসের টানাপোড়েন

এবার পুরুলিয়ার কাশীপুর আসন নিয়ে বাম-কংগ্রেসের মধ্যে মতানৈক্য ৷ জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতর কথায়, বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হলে মানুষের কাছে ভুল বার্তা যাবে ৷ বিষয়টি তিনি এআইসিসিকেও জানিয়েছেন ৷ এরপরেই সম্প্রতি এআইসিসির তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কাশীপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী করা হবে বলরাম মাহাতকে ৷ আর এই নিয়েই ফের শুরু হয়েছে টানাপোড়েন ৷

কলকাতা, 10 মার্চ : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে মতানৈক্য বাড়ছে । মালদা, মুর্শিদাবাদের পর এবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভা নিয়ে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের প্রবল মতবিরোধ শুরু হয়েছে । বামফ্রন্টের শরিক দলের পক্ষ থেকে কাশীপুর বিধানসভায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করার পর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কাশীপুর বিধানসভা কেন্দ্রেই বলরাম মাহাতকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে । অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, খড়গপুর সদরে তারা প্রার্থী করতে চলেছে রীতা শর্মাকে, পিংলায় সমীর রায় এবং কাশীপুরে বলরাম মাহাতকে । আর এর জেরেই ফের বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন । বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷

আরও পড়ুন : সিঙ্গুর ছাড়া নন্দীগ্রামে তুফান আসত না, মনে করালেন মমতা


পুরুলিয়া জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাত প্রথম থেকেই বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় যেতে নারাজ ছিলেন । পুরুলিয়া জেলায় কোনও বিধানসভা কেন্দ্র বামফ্রন্টকে ছাড়তে রাজি নন তিনি ৷ এই পরিস্থিতিতে জোট ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : নন্দীগ্রামে প্রচারে গিয়ে চা বানালেন মমতা

ইতিমধ্যেই একাধিকবার এআইসিসির কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন নেপাল মাহাত । জানিয়েছেন, বামফ্রন্টের সঙ্গে কোনওদিনই কংগ্রেসের বন্ধুত্ব ছিল না । তাঁর অভিযোগ, অতীতে বামফ্রন্টের হাতে অনেক কংগ্রেস কর্মী নিহত হয়েছেন । তাই বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হলে মানুষ ভুল বুঝবে কংগ্রেসকে । এই ব্যাখ্যা দিয়ে নেপাল মাহাত বাম-কংগ্রেসের আসন সমঝোতায় ইতি টানতে চেয়েছেন । সেখান থেকেই কাশীপুর বিধানসভায় বামফ্রন্ট প্রার্থী দেবে তা জানানোর পরও একই আসনে কংগ্রেসও প্রার্থী দিতে চলেছে ।

আরও পড়ুন : 12 মার্চে নন্দীগ্রামে 'জাত গোখরো', শুভেন্দুর হয়ে মমতার বিরুদ্ধে প্রচারে মহাগুরু

অন্যদিকে আইএসএফের সঙ্গে কংগ্রেসের সমস্যা থাকায় আসন সমঝোতা চূড়ান্ত হয়নি কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে । প্রথম দফা ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন পেরিয়ে গেলেও বিরোধীরা আসন সমঝোতা করে উঠতে না পারায় আশায় বুক বাঁধছে শাসক শিবির । এই বুঝি বিরোধীদের জোট ভেঙে গেল !

Last Updated :Mar 10, 2021, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.