ETV Bharat / city

Aadhar-Ration Link : আধার-রেশন সংযুক্তির সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, হাইকোর্টে জানাল রাজ্য

author img

By

Published : Dec 1, 2021, 3:26 PM IST

wb govt informed cal hc that they extend deadline for aadhar-ration link
Aadhar-Ration Link : আধার-রেশন সংযুক্তির সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, হাইকোর্টে জানাল রাজ্য

এর আগে 30 নভেম্বর পর্যন্ত আধার-রেশন সংযুক্তির (Aadhar-Ration Link) সময়সীমা বাড়িয়েছিল রাজ্য সরকার । তা আরও বৃদ্ধি করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার ৷

কলকাতা, 1 ডিসেম্বর : আধার-রেশন সংযুক্তির (Aadhar-Ration Link) সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য (WB govt informed Cal HC that they extend deadline for Aadhar-Ration Link) । এর আগে সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল রাজ্য সরকার ।

কিন্তু এখনও পর্যন্ত মাত্র 69 শতাংশ আধার রেশন সংযুক্তির কাজ সম্পন্ন হয়েছে বলে আজ আদালতে জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী । যদিও আগামী এক মাসে 100 শতাংশ কাজ সম্পন্ন করা যাবে তার কোনও নিশ্চয়তা আছে কি না সেই প্রশ্ন তুলেছিলেন মামলাকারী আইনজীবী ।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ডিভিশন বেঞ্চ রেশন ডিলারদেরও এই কাজে রাজ্যকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আজ । কারণ, গ্রামীণ এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ নিজেরা এই কাজ করতে পারছেন না ৷ স্বভাবতই রেশন ডিলার যদি এগিয়ে আসে তাহলে এই কাজ দ্রুত সম্পন্ন করা যাবে বলে আদালতের পর্যবেক্ষণ ।

আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন বলেন , ‘‘26 নভেম্বর রাজ্য সরকার আধার রেশন সংযুক্তির সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে । ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড প্রকল্প (One Nation One Ration Card Scheme) যাতে 100 শতাংশ বাস্তবায়িত করা যায়, তার জন্য রাজ্য সরকার সচেষ্ট রয়েছে । পাশাপাশি এই কাজে যদি ডিলাররাও রাজ্যকে সহযোগিতা করে তাহলে এই কাজ দ্রুত সম্পন্ন করা যাবে ।’’

তখন এর পালটা মামলাকারীদের তরফে আইনজীবীর দেবব্রত সাহা রায় বলেন, ‘‘30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার মাত্র 62 শতাংশ আধার রেশন সংযুক্তির কাজ করেছিল, তারপর সেপ্টেম্বর থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত আর মাত্র 7 শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়েছে ৷’’

এর পর তিনি প্রশ্ন করেন, ‘‘এক মাসের জন্য সময়সীমা বাড়ালে 31 শতাংশ আধার রেশন সংযুক্তির কাজ সম্পন্ন করা যাবে ? রাজ্য বারবার অল্প অল্প করে সময় বাড়াচ্ছে এতেই বা কী লাভ হচ্ছে ?’’

তখন রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন যুক্তি দেন, কাজের চাপ ধরে রাখার জন্য অল্প অল্প করে সময়সীমা বাড়ানো হচ্ছে । রাজ্যের যুক্তির পরিপ্রেক্ষিতে ডিলাররাও রাজ্যের সঙ্গে সহযোগিতা করুক, যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় ।

তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, 3 জানুয়ারি ফের এই মামলার শুনানি করা হবে ৷ ততদিন রাজ্য কতদূর এই কাজ করতে পারল, সেই ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে আদালতকে ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার 2017 সালে এক দেশ, এক রেশন কার্ড এই প্রকল্পের আওতায় দেশের সমস্ত রাজ্যকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানোর নির্দেশ দেয় । দেশের অন্যান্য রাজ্য এই কাজ সম্পন্ন করে ফেললেও পশ্চিমবঙ্গ এখনও এই কাজ সম্পন্ন করতে পারেনি । আধার কার্ড ও রেশন কার্ড সংযুক্তির ক্ষেত্রে প্রভূত সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, এমন অভিযোগও উঠছে । প্রযুক্তিগত কারণে যে সমস্ত এলাকায় ডিলাররা তাঁদের গ্রাহকদের এই কাজ করে দিচ্ছেন, তাঁরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ ।

আরও পড়ুন : Sreepur Panchayet Scam : মনরেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শ্রীপুর পঞ্চায়েতকে অডিটের নির্দেশ হাইকোর্টের

রাজ্য এর আগে আধার ও রেশন সংযুক্তির কাজ 30 নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে না পারলে গ্রাহকদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল । তারপরই কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা । মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, আপাতত এই কাজ সম্পন্ন না হলেও কোনও গ্রাহকের রেশন বন্ধ করা হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.