ETV Bharat / city

Governor Tweets on CM:'উনি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দেখেছেন', মুখ্যমন্ত্রী ব্লক করার পর ফের টুইট রাজ্যপালের

author img

By

Published : Jan 31, 2022, 10:56 PM IST

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এদিন ফের কয়েকটি টুইট করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar tweets again on Mamata Banerjee) ৷

Governor Tweets on CM
মুখ্যমন্ত্রী ব্লক করার পর ফের টুইট রাজ্যপালের

কলকাতা, 31 জানুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রতি একরাশ বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে সোমবারই তাঁকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Blocks Jagdeep Dhankhar on Twitter) ৷ নিজেই এদিন সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, "আমি বাধ্য হলাম ওঁকে ব্লক করতে ৷"

নজিরবিহীন এই ঘটনার পরেও তিনি যে নিজের স্থান থেকে নড়বেন না, তার প্রমাণ দিয়ে এদিন মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পরপর টুইট করেন রাজ্যপাল ৷ যার একটি টুইটে তিনি লেখেন, "আজ সকালে মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, উনি তা সকাল 10 টা 25 মিনিটে পড়েছিলেন ৷" ওই একই টুইটে ধনকড় আরও লেখেন, "সাংবিধানিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও সম্প্রীতিই হল গণতন্ত্রের চেতনা ও সারমর্ম ৷ এটাই সংবিধানের রায় ৷ পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে তা প্রস্ফুটিত রাখা সম্ভব ৷ "

  • “There has been all through highest personal regard for you from my side.
    Am sure this will receive your thoughtful consideration.
    Regards. 2/2”

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : টুইটারে ব্লক হয়ে মমতাকে সাংবিধানিক কর্তব্য স্মরণ করালেন রাজ্যপাল

একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে তিনি লেখেন, "আপনার জন্য আমার তরফ থেকে ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে ৷ আমি নিশ্চিত বিষয়টি নিয়ে আপনি চিন্তা করবেন ৷" এদিন সন্ধ্যায় অন্য আরেকটি টুইটে অবশ্য নাম না করে মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক দায়িত্বও মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.