ETV Bharat / city

KMC Election 2021 : কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র-বিধায়ক, অতীনকে মেয়র চান ওয়ার্ড 11-র বাসিন্দারা

author img

By

Published : Dec 11, 2021, 4:20 PM IST

ward 11 resident wants tmc candidate atin ghosh as mayor of kolkata municipal corporation
KMC Election 2021 : কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র-বিধায়ক, অতীনকে মেয়র চান ওয়ার্ড 11-র বাসিন্দারা

কলকাতা পৌরনিগমের 11 নম্বর ওয়ার্ড ৷ এবার কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021) যে ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ ৷ বিপক্ষে রয়েছেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী প্রদ্যুৎ নাথ, বিজেপির মানস সেনচৌধুরী ও কংগ্রেসের সুখেন্দু ঘোষ ৷

কলকাতা, 11 ডিসেম্বর : একসময় ছিলেন শুধুই কাউন্সিলর ৷ সময় যত এগিয়েছে দায়িত্ব বেড়েছে অতীন ঘোষের ৷ কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ থেকে ডেপুটি মেয়র ৷ এখন তিনি কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক ৷ তবুও কলকাতার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তাঁর উপরই ৷ ফের প্রার্থী হয়েছেন তিনি ৷

শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে খান্না মোড়ের আশপাশের একটা বড় অংশ নিয়ে কলকাতার 11 নম্বর ওয়ার্ড । সাবেক কলকাতার এই অঞ্চলের বাসিন্দারা বলছেন, গত সাড়ে তিন দশক ধরে যে কোনও বিপদে-আপদে পাশে পাওয়া যায় তাঁকে ৷ আদ্যন্ত মোহনবাগানী অতীন ঘোষ তাঁর ওয়ার্ডকে আগলে রাখেন ।

বামফ্রন্টের সূর্য যখন মধ্যগগনে, তখনও হাতিবাগান, ফড়িয়াপুকুর, নলীন সরকার স্ট্রিট, মোহনবাগান লেন, স্টার থিয়েটার-সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ডানপন্থার ধ্বজা টিকিয়ে রেখেছিলেন অতীন ঘোষ । যা অমলিন তৃণমূলের জমানাতেও ৷ স্থানীয়া বলছেন, জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি ৷

তাঁর ওয়ার্ডে এবার চতুর্মুখী লড়াই ৷ অতীনের প্রতিপক্ষ ফরোয়ার্ড ব্লক প্রার্থী প্রদ্যুৎ নাথ, বিজেপির মানস সেনচৌধুরী ও কংগ্রেসের সুখেন্দু ঘোষ ৷ তাঁরা অবশ্য নির্বাচনী ময়দানে নেমে তৃণমূলের সমালোচনায় সরব হচ্ছেন ৷ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন ৷ বিজেপির প্রার্থী তো ভোটে জিতলে চারবেলা বিনিপয়সায় খাওয়ানোর প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন ৷ কিন্তু অতীন ঘোষের নিন্দা করছেন না ৷

তাহলে কি এই ওয়ার্ডের জয় নিশ্চিত অতীনের ? কিন্তু ঘাসফুল শিবিরের প্রার্থীকে দেখে তা অবশ্য বোঝার উপায় নেই ৷ তিনি বরং ভোটের আগে সেরে নিচ্ছেন জনসংযোগ ৷ ঘুরছেন দুয়ারে দুয়ারে ৷ প্রচারের মাঝেই জেনে নিচ্ছেন, কার কী অসুবিধা ৷

অতীনকে মেয়র চান ওয়ার্ড 11-র বাসিন্দারা

প্রচারে গেলেই এলাকাবাসীর অবশ্য তাঁকে বলছেন যে, তাঁরা এবার অতীনকে মেয়র হিসেবে দেখতে চান (ward 11 resident wants tmc candidate atin ghosh as mayor of kolkata municipal corporation) ৷ 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আশা কী পূরণ হবে ? অতীন অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ ৷ দল যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করতে পারলেই তিনি খুশি ৷ অকপটে জানালেনও সেকথা ৷

এই ওয়ার্ডের মধ্যেই পড়ে হাতিবাগান ৷ সেখানে হকার সমস্যা দীর্ঘদিনের ৷ বাম আমলে সুভাষ চক্রবর্তী অপারেশ সানসাইন করে হকার উচ্ছেদ করতে চেয়েছিলেন ৷ ব্যর্থ হন ৷ হাতিবাগানের হকার সমস্যার বিষয়টি জানেন অতীন ঘোষ ৷ তিনি এই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন প্রচারে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : ‘দিদি’র পাড়ায় অ্যাডভান্টেজ কাজরীর, উন্নয়ন প্রসঙ্গে খোঁচা বিরোধীদের

এলাকার মানুষ বলছেন, বেআইনি পার্কিং, পৌরনিগমের ধাঙড়দের জন্য ব্রিটিশ আমলে তৈরি বস্তির সংস্কার না হওয়াও বড় সমস্যা । যা নিয়ে বিদায়ী পৌরবোর্ডের ডেপুটি মেয়রের কাছে দাবি রয়েছে ওই অঞ্চলের মানুষদের । সবই জানেন ও বোঝেন অতীন ৷ তাই সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.