ETV Bharat / city

Left Front Result in Bengal Civic Polls : শিলিগুড়িতে হারলেও চার পৌরনিগমে ভোট বৃদ্ধিই বাম শিবিরে আশার আলো

author img

By

Published : Feb 14, 2022, 8:34 PM IST

vote percentage is only ray of hope for left front
Left Front Result in Bengal Civic Polls : শিলিগুড়িতে হারলেও চার পৌরনিগমে ভোট বৃদ্ধিই আশার আলো বাম শিবিরে

আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ও বিধাননগর পৌরনিগমের ভোটের ফল প্রকাশিত হল সোমবার ৷ প্রতিটি পৌরনিগমই তৃণমূলের দখলে গেল ৷ বামেদের ফল এবারও খারাপ হয়েছে ৷ তবে ভোট শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাম ব্রিগেডে আশার আলো দেখাচ্ছে (vote percentage is only ray of hope for left front) ৷

কলকাতা, 14 ফেব্রুয়ারি : শিলিগুড়ি মডেল ৷ বাম-কংগ্রেস জোট এই মডেলের ফসল বলে ব্যাখ্যা করতেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ কিন্তু সেই শিলিগুড়িতে এবার মুখ থুবড়ে পড়ল বামেরা ৷ কংগ্রেসকে সঙ্গে নিয়ে 2015 সালে বোর্ড দখল করতে পারলেও, এবার মাত্র চারটি আসনে জিততে পেরেছে তারা ৷

বঙ্গ রাজনীতিতে এক সময় যুযুধান দুই পক্ষ বামফ্রন্ট ও কংগ্রেস যে হাতেহাত মেলাতে পারে, সেই পথ শিলিগুড়িই দেখিয়েছিল ৷ 2015 সালে বামেরা 23টি ও কংগ্রেস চারটি আসনে জিতে বোর্ড গঠন করেছিল বাম-কংগ্রেস জোট ৷ তার পর একের পর এক নির্বাচনে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করেছে ৷ শুধু 2019 সালের লোকসভা ভোটে আসন সমঝোতা হয়নি তাদের মধ্যে ৷

অন্য ভোটগুলিতে সাফল্য তো এসেছিল ৷ কিন্তু তা কাঙ্খিত লক্ষ্যে ছুঁতে পারেনি ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রস শূন্যতে পৌঁছতেই সেই জোটে পূর্ণচ্ছেদ পড়ে যায় ৷ ফলে ভোটের আগেই শিলিগুড়ি মডেলও ইতিহাস হয়ে যায় ৷ বাম ও কংগ্রেস আলাদা ভাবেই লড়াই করে ৷ আর তৃণমূলের কাছে একেবারে পর্যুদস্ত হতে হল তাদের ৷ বামেরা চারটি আসনে জিতলেও কংগ্রেস জিতেছে মাত্র একটি আসনে ৷

তবে বিধানসভা নির্বাচনের পর থেকে যে ক‘টি উপনির্বাচন হয়েছে এবং কলকাতা পৌরনিগমের ভোট বামেদের রক্তক্ষরণ কমার ইঙ্গিত দিয়েছিল ৷ ভোট শতাংশ তাদের বাড়তে শুরু করেছে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে এসেছে (vote percentage is only ray of hope for left front) ৷

সোমবারের ফলাফলেও সেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ আসন সংখ্যার নিরিখে না হলেও ভোট শতাংশে বেশ কয়েকটি পৌরনিগমে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা ৷ যা বাম ব্রিগেডের কাছে যথেষ্ট আশাপ্রদ ৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ভোটারদের একটা অংশ যাঁরা বিজেপির পক্ষে ভোট দিয়েছিলেন বিধানসভা ভোটে, তাঁদের অনেকেই ফিরছে বামফ্রন্টের দিকে ৷ সেই কারণেই ভোট বাড়ছে বামেদের ৷

আরও পড়ুন : BJPs Miserable Result in Municipal Corporation Election 2022 : চার পৌরনিগমে শোচনীয় ফল, বঙ্গ বিজেপি আরও কাহিল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.