ETV Bharat / city

চালু হুগলি-কলকাতা ফেরি পরিষেবা

author img

By

Published : Jun 6, 2020, 10:20 PM IST

ferry
ferry

লকডাউনে এখনও বন্ধ লোকাল ট্রেন পরিষেবা । এইদিকে খুলে গিয়েছে অফিস । যাতায়াতে ভোগান্তিতে পড়েছিলেন নিত্যযাত্রীরা । এইবার হুগলি-কলকাতা ফেরি পরিষেবা আবার চালু করল পরিবহন দপ্তর ।

হুগলি, 6 জুন : ফেরি পরিষেবা আবার চালু করল পরিবহন দপ্তর । আজ উত্তরপাড়া থেকে কলকাতা ফেরি পরিষেবা চালু হয়েছে । ফেয়ারলি ঘাট পর্যন্ত ফেরি চলবে । আগেই চুঁচুড়া-কলকাতা বাস পরিষেবা চালু হয়েছিল । এবার জলপথেও যুক্ত হল হুগলি-কলকাতা ।

লকডাউনে লোকাল ট্রেন বন্ধ । এর মধ্যে অফিস খুলে যাওয়ায় সমস্যায় পড়েছেন সরকারি ও বেসরকারি কর্মীরা । হুগলি থেকে কয়েকটি বাস চলছে তবে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ।

জলপথে লঞ্চের মাধ্যমে হুগলি থেকে কলকাতা যাওয়ার জন্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানানো হয় । সেই অনুযায়ী উত্তরপাড়া, বেলুড়, বাগবাজার, হাওড়া, কাশীপুর হয়ে ফেয়ারলি পর্যন্ত যাবে লঞ্চ । ফেয়ারলির ভাড়া 31 টাকা । হাওড়া 26 টাকা । খুশি সাধারণ যাত্রীরা ।

উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের বলেন, “আমি পরিবহনমন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম । আলোচনার পর সাড়া দেয় পরিবহন দপ্তর । আজ উত্তরপাড়া ফেরিঘাট থেকে লঞ্চ চালু হয় । সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতি 70 মিনিট পরপর চলবে লঞ্চ । ফলে সাধারণ মানুষ আমাদের জেলা থেকে কলকাতায় অনায়াসেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.