ETV Bharat / city

Kunal-Suvendu : শুভেন্দুকে ডাক্তার দেখানোর পরামর্শ কুণালের

author img

By

Published : Jul 17, 2021, 6:11 PM IST

শনিবার সকালে এলওপি-কে পরামর্শ বলে একটি টুইট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ সেখানেই তিনি শুভেন্দুকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন ৷

trinamool leader kunal ghosh slams bjp suvendu adhikari
Kunal-Suvendu : শুভেন্দুকে ডাক্তার দেখানোর পরামর্শ কুণালের

কলকাতা, 17 জুলাই : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চিকিৎসক দেখানোর পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শনিবার সকালে টুইট করে তিনি এই পরামর্শ দিয়েছেন ৷ তবে একবারও শুভেন্দুর নাম লেখেননি ৷ শুধু এলওপি বলে উল্লেখ করেছেন ৷

কিন্তু এই এলওপি মানে যে লিডার অফ অপোজিশন বা বিরোধী দলনেতা (Leader of Opposition), তা বিলক্ষণ বোঝা যাচ্ছে ৷ কারণ, গতকাল শুক্রবারই এই এলওপি সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন কুণাল ঘোষ ৷ সেখানে এলওপি নিয়ে যা লিখেছিলেন, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে কাকে উদ্দেশ্য করে এই পোস্ট তিনি করেছেন ৷

আরও পড়ুন : মানবাধিকার কমিশনের সদস্যের গেরুয়া যোগ ! টুইটারে সরব অভিষেক মনু সিংভি

গতকালের পোস্টে কুণাল ঘোষ লিখেছিলেন, ‘‘এলওপি (লিমিটলেস অপরচুনিস্ট বা অসীম সুযোগসন্ধানী) নাকি আজ বলেছে রাজ্য সরকার পুরো মেয়াদ চলবে না ৷ একটাই পর্যবেক্ষণ : ভোটের আগে মেরুদণ্ড গিয়েছিল, ভোটের পর মাথাটাও গিয়েছে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে শুভেন্দু অধিকারী গতকালই এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পুরো মেয়াদ টিকবে না সংক্রান্ত একটি মন্তব্য করেছিলেন ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ভোট পরবর্তী হিংসা নিয়ে যে রিপোর্ট জমা দিয়েছে, সেই প্রসঙ্গ টেনেই ওই মন্তব্য করেছিলেন শুভেন্দু ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : গীতার বাণী শুনিয়ে 'ফলের আশা ছেড়ে' দিল্লি চললেন ধনকড়

আর তার পালটা গতকালই শুভেন্দুকে ‘মেরুদণ্ডহীন’ ‘মাথা খারাপ হয়ে গিয়েছে’ বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ ৷ সেই অভিযোগের কয়েক ঘণ্টা পর শনিবার সকালে টুইট করে সরাসরি শুভেন্দুকে ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন তিনি ৷

এখানেই না থেমে একেবারে চিকিৎসকের নাম জানিয়ে দিলেন যে কোন সমস্যার জন্য কার কাছে যাওয়া উচিত ৷ এর সঙ্গে তিনি যোগ করেছেন যে এই পরামর্শ দিয়েছেন একজন বন্ধু হিসবে ৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ৷

আরও পড়ুন : বিপ্লবের উদাহরণ টেনে মমতাকে তৃণমূল-বিজেপির পার্থক্য বোঝালেন দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.