ETV Bharat / city

Jawhar Sircar : রাজ্যসভায় মমতার প্রার্থী জহর সরকার

author img

By

Published : Jul 24, 2021, 2:18 PM IST

Updated : Jul 24, 2021, 5:15 PM IST

আগামী 9 অগস্ট রাজ্যসভার আসনে উপনির্বাচন ৷ ওই আসনে তৃণমূলের জয় নিশ্চিত ৷ সেই নিশ্চিত জয়ের আসনে সকলকে চমকে দিয়ে প্রসারভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে প্রার্থী করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

trinamool congress announce Jawhar Sircar name as their rajyasabha candidate
Jawhar Sircar : রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের প্রার্থী জহর সরকার, ঘোষণা টুইটে

কলকাতা, 24 জুলাই : দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ছেড়ে যাওয়া রাজ্য়সভার আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জহর সরকার ৷ তাঁকে প্রার্থী করার বিষয়টি শনিবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে টুইট করে জানানো হয়েছে ৷

কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে পশ্চিমবঙ্গে ফাঁকা থাকা এই রাজ্যসভার (Rajyasabha) আসনের নির্বাচনের দিন ঘোষণা করা হয় ৷ ভোট হবে 9 অগস্ট ৷ ওই আসনে কে হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে ৷ শনিবার সেই জল্পনার অবসান হল ৷ প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হল প্রসারভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের ৷

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারে হাত খরচের বদলে মহিলাদের প্রশিক্ষণের পক্ষে মত বিশেষজ্ঞদের

তৃণমূল কংগ্রেসের তরফে এদিন টুইট করে ঘোষণা করা হয় জহর সরকারের নাম ৷ সেখানে তাঁর পরিচয় দিতে গিয়ে লেখা হয়েছে, ‘‘শ্রী সরকার প্রায় 42 বছর জন পরিষবার কাজে যুক্ত ছিলেন ৷ তিনি প্রসারভারতীর প্রাক্তন সিইও ছিলেন ৷ জন পরিষেবায় তাঁর অবদান আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ৷’’

trinamool congress announce Jawhar Sircar name as their rajyasabha candidate
তৃণমূল কংগ্রেসের টুইট

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার গোঘাটের শ্যামবাজার

প্রসঙ্গত, রাজ্য়সভায় একজনের সাংসদের মেয়াদ ছ’বছর ৷ দীনেশ ত্রিবেদী 2020 সালে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন ৷ কিন্তু 2021-এর গোড়ায় তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন ৷ এবং বিজেপিতে (BJP) যোগদান করেন ৷ তার পর থেকে ওই আসন ফাঁকা পড়ে রয়েছে ৷

9 অগস্ট ওই আসনে উপ-নির্বাচন ৷ জহর সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ সংখ্যাতত্ত্বের হিসেবে তিনিই জিতবেন ৷ জেতার পর তাঁর সাংসদ পদের মেয়াদ হবে 2026 সালের মার্চ পর্যন্ত ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মমতাকে চেয়ারপার্সন করে 24-এর লড়াইয়ে গতি আনার লক্ষ্য তৃণমূলের

দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জল্পনা দীর্ঘদিন ধরে চলছে ৷ একাধিক নাম জল্পনায় ছিল ৷ বিজেপি থেকে আসা যশবন্ত সিনহা (Yaswant Sinha), মুকুল রায়ের (Mukul Roy) নাম শোনা যাচ্ছিল ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) বা সদ্য প্রাক্তন হওয়া আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছিল কোনও কোনও মহল থেকে ৷

কিন্তু জহর সরকারের নাম একবারের জন্য শোনা যায়নি ৷ ফলে তাঁকে প্রার্থী করা রীতিমতো চমক বলা যেতেই পারে ৷

আরও পড়ুন : Mamata's visit to Delhi : মমতার জোরালো মোদি বিরোধিতার পাশে প্রচ্ছন্ন মিঠে সুর, কোন সমীকরণের ইঙ্গিত...

Last Updated :Jul 24, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.