ETV Bharat / city

Durga Puja 2022 মা আসছেন, শারদ সংখ্যা প্রকাশ করল ত্রিধারা

author img

By

Published : Aug 20, 2022, 9:06 AM IST

Updated : Aug 20, 2022, 1:53 PM IST

প্রকাশিত হল বাইশের ত্রিধারার শারদ সংখ্যা । বই কিনলে সাহিত্যের অফুরান সম্ভারের সঙ্গে মিলবে ত্রিধারার পুজো দেখার 8টি পাস (Tridhara Sommaloni Published Puja Magazine)।

Durga Puja 2022
ত্রিধারার শারদ সংখ্যা

কলকাতা,20 অগস্ট: শুধু কাশ ফুল আর নতুন জামা নয়, শারদীয়া সংকলন ছাড়া পুজো সম্পূর্ণ হয় না । বিভিন্ন ম্যাগাজিনের সঙ্গে পাল্লা দিয়ে কয়েক বছর যাবৎ বইপ্রেমীদের মন জয় করে নিচ্ছে ত্রিধারা অকালবোধন দুর্গোৎসবের শারদীয়া সংকলন (Tridhara Sommaloni Published Puja Magazine)। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই শারদ সংকলন প্রকাশিত হল । এবার সেই সংকলনের সঙ্গে রয়েছে বিশেষ চমক পুজো দেখার পাস । যাঁরা বই কিনবেন, তাঁরা সাহিত্যের বিপুল সম্ভারের সঙ্গে পাবেন ত্রিধার পুজোয় প্রবেশের আটটি পাসও ।

দক্ষিণ কলকাতার অন্যতম পুজোর মধ্যে একটি ত্রিধারা অকালবোধন (Tridhara Sommaloni)। পুজোর উদ্যোক্তারা নজর দেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও । শারদ সংখ্যা প্রকাশ সেই উদ্যোগের অংশ । প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের সম্মান জানিয়ে এই সংকলন প্রকাশ করা হয় । অন্যথা হল না বাইশেও । এবছর তাঁরা সম্মান জানিয়েছেন বিশিষ্ট লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গে লেখক বলেন, "আমি প্রশংসার থেকেও নিন্দা বেশি শুনেছি । তবে ত্রিধারা আমাকে এই সম্মান দিচ্ছে, তার জন্য ধন্যবাদ । আর তাছাড়া এই সরোদ সংকলন বিষয়টাই খুব ভালো ।"

প্রকাশিত হল ত্রিধারার শারদ সংখ্যা

আরও পড়ুন: পার্থ ঘনিষ্ঠের খোঁজে হাজারিবাগের হোটেলে আয়কর তল্লাশি
অন্যদিকে এই পুজোর সংকলনে পড়া যাবে নেতা-মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) লেখা কবিতা । তিনি বলেন, "আমি তো বহুদিন ধরেই আমার পত্রিকায় লিখি । এবার এখান থেকেও আমায় বলা হল ।" ত্রিধারা পুজোর অন্যতম প্রধান মুখ রাসবিহারির বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar) । এই পুজোর বিষয়ে তিনি বলেন, "এবছর বহু নতুন লেখক কবির লেখা যাবে । পাশাপাশি বিশিষ্ট লেখক-কবিদের লেখা থাকবে । আর মূলত এবার পাস থাকছে ম্যাগাজিনের সঙ্গে ।"

Last Updated :Aug 20, 2022, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.