ETV Bharat / city

রাজ্যপালের অপসারণ চেয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন তৃণমূল সাংসদ : অমল মুখোপাধ্যায়

author img

By

Published : Dec 30, 2020, 6:22 PM IST

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। তাই তাকে সংবিধানের ১৫৬/১ ধারা অবলম্বন করে অপসারণ করার কথাও বলেন সুখেন্দু শেখর। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে।

tmc-mp-made-misinterpretation-of-constitution-said-amal-mukherjee
সংবিধানের অপব্যাখ্যা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ : অমল মুখোপাধ্যায়

কলকাতা, 30 ডিসেম্বর : রাজ্যপালের অপসারণ চেয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য় সুখেন্দু শেখর রায়। সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় সুখেন্দু শেখর রায়ের মন্তব্যের কড়া সমালোচনা করে এই কথা বলেন। তাঁর কথায়, সংবিধানের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। সুখেন্দু শেখর রায়ের বক্তব্য সংবিধানের কোথাও কোনও ধারার সঙ্গে মেলে না।

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। তাই তাঁকে সংবিধানের 156/1 ধারা অবলম্বন করে অপসারণ করার কথা বলেন সুখেন্দু শেখর। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে।

সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় বলেন, "সম্পূর্ণ ভুল কথা বলেছেন সুখেন্দু শেখর রায়। সংবিধানের সংশ্লিষ্ট ধারায় লেখা রয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্যপালকে নিযুক্ত করবেন। আবার কেন্দ্রীয় সরকার রাজ্যপালকে সরিয়ে দিতে পারে। যে কেউ এই ধারার ভিত্তিতে রাজ্যপালের অপসারণ করে দিতে পারেন না। সংবিধানে এমন কোনও ধারার উল্লেখ নেই, যা সুখেন্দু শেখর বলেছেন। অকারণে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা অন্যায়। অপসারণের দাবি রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে তারা জানাতে পারে। হাস্যকর প্রচেষ্টা করেছেন সুখেন্দু শেখর। সংশ্লিষ্ট ধারা তাঁকে এই অধিকার দেয়নি।"

আরও পড়ুন: রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

অন্যদিকে অপর সংবিধান বিশেষজ্ঞ উদয়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুখেন্দু শেখর রায় এবং রাজ্যপাল উভয়ের প্রসঙ্গে তিনি কিছু বলতে চান না। রাজ্যপালের ভূমিকা সুস্থ গণতন্ত্রের পক্ষে স্বাভাবিক নয়। রাজ্যপাল রাজভবনকে একেবারে রাস্তায় নামিয়ে এনেছেন বলে মন্তব্য করেন তিনি। সুখেন্দু শেখর রায়কে গুরুত্ব দিতে নারাজ সংবিধান বিশেষজ্ঞ উদয়ন বন্দ্যোপাধ্যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.