Humayun Kabir Hospitalised: হাসপাতালে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, অবস্থা আপাতত স্থিতিশীল

author img

By

Published : Sep 25, 2022, 12:58 PM IST

TMC MLA Humayun Kabir hospitalised, situation stable

আপাতত কিছুটা ভালো আছেন তৃণমূল বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir Hospitalised)৷ গতকাল তিনি অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir Hospitalised)। ডেবরায় নিজের বাড়িতেই হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন তিনি । হাসপাতালে ভর্তি করা হলেও এখন তাঁর অবস্থা স্থিতিশীল ৷

গতকাল রাতে আচমকা অসুস্থ বোধ করায়, তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আপাতত চিকিৎসকদের প্রচেষ্টায় তাঁর অবস্থা স্থিতিশীল ।

জানা গিয়েছে, মন্ত্রীত্ব যাওয়ার পর থেকে মানসিক চিন্তায় থাকতেন ড. হুমায়ুন কবীর । তাঁর অসুস্থতার খবর পেয়ে চিন্তিত দলের সমর্থকদের একংশ । রবিবার এসএসকেএম হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে বিপদমুক্ত বিধায়ক । তবে এখনই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে না । হাসপাতালের তরফ থেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে হুমায়ুন কবীরকে । তাঁর আরও বেশ কয়েকটি পরীক্ষা করা হবে । তারপরেই হাসপাতাল থেকে তাঁর ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা ।

আরও পড়ুন: পুলিশের চাকরি ছেড়ে তৃণমূলে যোগ হুমায়ুন কবীরের

পুলিশের চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবীর ৷ পূর্ব বর্ধমানের কালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাস-ফুলের পতাকা হাতে তুলে নেন এই আইপিএস অফিসার ৷ ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার জন্য তিনি বিজেপি কর্মীদের গ্রেফতার করিয়েছিলেন ৷ তার পর বিজেপি তাঁর বিরুদ্ধে শাসক দলের নির্দেশে কাজ করার অভিযোগ এনেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.