ETV Bharat / city

Asit Majumdar Released from Hospital : হাসপাতাল থেকে ছাড়া পেলেন অসিত মজুমদার

author img

By

Published : Mar 29, 2022, 2:08 PM IST

Assembly ruckus
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অসিত মজুমদার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Majumdar Released from Hospital) ৷ তাঁকে আপাতত সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ অন্যদিকে, তাঁকে শুভেন্দু অধিকারী ঘুষি মেরেছেন বলে অভিযোগ করেছেন অসিত মজুমদার ৷ এ নিয়ে আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন তিনি ৷

কলকাতা, 29 মার্চ : হাসপাতাল থেকে ছাড়া পেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Majumdar Released from Hospital) ৷ গতকাল বিধানসভায় ধস্তাধস্তির ঘটনায় নাক ফাটে তৃণমূল কংগ্রেস বিধায়কের ৷ গতকাল এসএসকেএম’র উডর্বান ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি ৷ এদিন চিকিৎসকরা সব রিপোর্ট দেখার পর আজ তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই মতো এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, আপাতত নাকের হাড়ে চোট রয়েছে অসিত মজুমদারের ৷ আগামী কয়েকদিন একটু সাবধানে চলা ফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে ৷

এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় সংবাদমাধ্যমকে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, ‘তাঁকে নাকে ঘুষি মেরেছেন শুভেন্দু অধিকারী ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনেই যাবতীয় ঘটনা ঘটেছে ৷ বিধানসভার মহিলা কর্মীদের উপর বিজেপি কর্মীরা ধাক্কাধাক্কি করছিল ৷ আমি হাত জোড় করে শুভেন্দুকে এসব বন্ধ করার জন্য অনুরোধ করতে গিয়েছিলাম ৷ সেই সময়ই আঘাত করেন তিনি ৷’’ তৃণমূল বিধায়কের অভিযোগ, একটা সময় শুভেন্দু অধিকারী তো আমাদের বিধায়কই ছিলেন ৷ তিনি যে এমন আচরণ করবেন ভাবতে পারিনি ৷

আরও পড়ুন : Jago Bangla Attacks Suvendu : ‘তিনিই ডোবাচ্ছেন’, বিধানসভার ঘটনায় শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের মুখপত্রে

এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, বিরোধী দল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছেন তিনি ৷ যেহেতু অধ্যক্ষের সামনেই সমস্ত ঘটনা ঘটেছে ৷ তাই সব দিক খতিয়ে দেখেই আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.