ETV Bharat / city

TMC on Dhankhar : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের

author img

By

Published : Jan 27, 2022, 6:55 PM IST

tmc may file a motion in parliament to remove bengal governor jagdeep dhankhar
TMC on Dhankhar : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলে

রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায়ই দ্বন্দ্ব তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ৷ এই পরিস্থিতিতে রাজ্যপালকে খারিজ করতে সংসদে প্রস্তাব আনার কথা ভাবছে তৃণমূল (tmc may file a motion in parliament to remove bengal governor jagdeep dhankhar) ৷

কলকাতা, 27 জানুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) সঙ্গে রাজ্যে সরকারের সঙ্ঘাত এবার চরমে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হল ৷ ধনকড়কে পদচ্যুত করতে এবার সংসদে প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে তৃণমূল (tmc may file a motion in parliament to remove bengal governor jagdeep dhankhar) ৷

বৃহস্পতিবার দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে এসে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপাল জগদীপ ধনকড় একটি বিশেষ রাজনৈতিক দলের ক্যাডারের মতো আচরণ করছেন ৷ এই নিয়ে কোনও পদক্ষেপ করা যায় কি না, তা ভাবনাচিন্তা করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের সাংসদ সুখেন্দুশেখর রায়কে ৷

অন্যদিকে সুখেন্দুশেখর রায় জানান, সাংবিধানিক কোনও পদে থাকা যে কোনও ব্যক্তিকে সেই পদ থেকে খারিজ করার প্রস্তাব সংসদে আনা যেতে পারে ৷ সংবিধান অনুযায়ী সেই সুযোগ রয়েছে ৷ রাজ্যপাল যদি নিজের ভূমিকা না বদলান, তা হলে তৃণমূল নেত্রীকে সেই প্রস্তাব দেওয়া হবে, যাতে সংসদে ধনকড়ের পদ খারিজের প্রস্তাব আনা যায় ৷

যদিও সংসদের দুই কক্ষে এই প্রস্তাব পাস করানো তৃণমূলের পক্ষে অসম্ভব ৷ বিরোধী ঐক্য তৈরি করেও তা সম্ভব নয় ৷ তাহলে এই প্রস্তাবের যৌক্তিকতা কোথায় ? রাজনৈতিক মহলের মতে, এই প্রস্তাব এনে আসলে জাতীয়স্তরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকার সমালোচনা করতে চায় তৃণমূল ৷

আরও পড়ুন : Mamata-Dhankar in R-Day Parade : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে মমতা-ধনকড় দূরত্ব

অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, দেশ পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রের মোদি সরকার মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ । আর সেই কারণেই আদর্শ বিরোধী দল হিসাবে সংসদে যে ভূমিকা পালন করা দরকার, সেটাই পালন করবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের বৈঠকে তা সকলকে জানিয়েও দেওয়া হয়েছে (TMC Parliamentary party Meeting) ৷

তবে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় নিয়ে এই বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে তিনি জানিয়েছেন । তাঁর দাবি, এক্ষেত্রে যদি কোথাও প্রয়োজন হয় বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার, সেই সিদ্ধান্ত তৃণমূল সংসদীয় দল নেবে ।

সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকার নির্বাচিত রাজ্য সরকারকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না । প্রতি পদে পদে তারা বাধা সৃষ্টি করছে । তৃণমূল সংসদীয় দল এই বিষয়টিকে সংসদে তুলে ধরবে । রাজ্য থেকে আইএএস-আইপিএসদের তুলে নিয়ে যাওয়ার যে অভিসন্ধি কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধেও সংসদে সরব হবে তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন : Jagdeep Dhankhar slams state govt: বিধানসভার অনুষ্ঠানে সরকারকে তোপ রাজ্যপালের, পাল্টা বিমানের

এদিন লোকসভা অধিবেশনের সময়সীমা নিয়েও কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছেন উত্তর কলকাতার সাংসদ । তিনি বলেন, ‘‘এতদিন পর্যন্ত লোকসভা বসত সকাল 11টা থেকে । এবার বাজেট অধিবেশনে অধিবেশন বসবে বিকেল চারটে থেকে । কেন্দ্রীয় সরকার সবকিছুতেই বদল আনার চেষ্টা করছে । বিকেল চারটে থেকে অধিবেশন দিল্লির ঠান্ডায় ক’টা পর্যন্ত চলবে ৷ আমরা সমস্ত কিছু নিয়েই কেন্দ্রের ভূমিকা প্রতিবাদ করব ।’’

অন্যদিকে আগামী 2 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে । এই নির্বাচন উপলক্ষে সমস্ত সাংসদদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকতে বলা হয়েছে । যেহেতু তাঁদের ভোটাধিকার রয়েছে, তাই তাঁরা এই বিশেষ দিনে কলকাতায় থাকবেন । রাজ্যসভা এবং লোকসভার ক্ষেত্রে দলনেত্রী নির্দিষ্ট কয়েকজনকে ঠিক করে দিয়েছেন, যারা সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন ।

আরও পড়ুন : Dhankhar Attacks Mamata : পরামর্শদাতা নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে সরব ধনকড়

তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী 2 ফেব্রুয়ারি রাজ্যসভায় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় এবং জহর সরকার । অন্যদিকে লোকসভায় উপস্থিত থাকবেন দমদমের সাংসদ সৌগত রায় । বাকিরা সকলেই সাংগঠনিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে কলকাতায় থাকবেন বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.