ETV Bharat / city

Kunal on Dhankhar's Health : শারীরিক সুস্থতার সঙ্গে ধনকড়ের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি চাইলেন কুণাল

author img

By

Published : Apr 2, 2022, 4:56 PM IST

tmc leader kunal ghosh controversial tweet on dhankhar health
Kunal on Dhankhar's Health : শারীরিক সুস্থতার সঙ্গে ধনকড়ের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি চাইলেন কুণাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে বিতর্কিত টুইট করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh Controversial Tweet on Dhankhar Health) ৷ তিনি ধনকড়ের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি চেয়েছেন ৷

কলকাতা, 2 এপ্রিল : রাজ্যপাল জগদীপ ধনকড়ের সুস্থতা কামনা করতে গিয়েও কটাক্ষ করলেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh Controversial Tweet on Dhankhar Health) ৷ তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক রাজ্যপালের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির প্রার্থনাও করলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল রাজ্যপালের অসুস্থতার বিষয়টি সামনে আসে ৷ গতকাল, শুক্রবার তাঁর উপস্থিত থাকার কথা ছিল উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে ৷ রাজভবন সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে রাজ্যপাল ধনকড় মাঝপথ থেকেই ফিরে আসেন ৷

শনিবার এই নিয়ে একলাইনের একটি টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ তিনি লিখেছেন, ‘‘রাজ্যপালের শারীরিক ও মানসিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

প্রসঙ্গত, কেউ অসুস্থ হলে তাঁর সুস্থতা কামনা করাই শিষ্টাচার ৷ কিন্তু শারীরিক অসুস্থার প্রসঙ্গ তুলে কটাক্ষ করাকে রাজনৈতিক অসৌজন্যতা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

  • রাজ্যপালের শারীরিক ও মানসিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তৃণমূলের সঙ্গে রোজই নানা কারণে রাজ্যপালের (Bengal Governor Jagdeep Dhankhar) বিবাদ লেগে থাকে ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Mamata Banerjee's Government) থেকে বিভিন্ন তথ্য চান, সমালোচনা করেন প্রয়োজনে ৷ তা নিয়ে তাঁকে কটাক্ষও করে তৃণমূল ৷ কিন্তু শনিবার রাজ্যপালের মানসিক সুস্থতা চেয়ে কুণাল কার্যত বোঝানোর চেষ্টা করলেন যে, ধনকড় মানসিকভাবে অসুস্থ ৷

অন্যদিকে টুইট করার পাশাপাশি এদিন একটি সাংবাদিক বৈঠকও করেন কুণাল ৷ সেখানে কেন্দ্রীয় সরকারকে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণ করেন ৷ শনিবার তিনি প্রশ্ন তোলেন, ভোটের সময় পেট্রল-ডিজেলের দাম বাড়ল না ৷ অথচ ভোট পার হতেই কেন এভাবে দাম বাড়ল (Kunal Ghosh Raised Question over Petrol Diesel Price Hike) ?

আরও পড়ুন : Governor Illness : মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.