ETV Bharat / city

জ্বর নিয়ে হাসপাতালে ভরতি ছত্রধর মাহাত

author img

By

Published : Sep 25, 2020, 9:50 PM IST

আদালতে হাজিরার জন্য এলেও জ্বরের কারণে ভেতরে ঢোকেননি তিনি । গাড়ি ঘুরিয়ে সোজা একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ভরতি হন ।

ছত্রধর মাহাত
ছত্রধর মাহাত

কলকাতা, 25 সেপ্টেম্বর : NIA-এর তলব পেয়ে ছত্রধর মাহাত এলেন কলকাতায় । তবে গায়ে জ্বর থাকার কারণে আদালতকক্ষে ঢুকলেন না । বেশ অনেকটা সময় গাড়িতে বসে থেকে চলে যান একটি বেসরকারি হাসপাতালে । জানা গেছে, সেখানেই ভরতি রয়েছেন তিনি । সূত্রের খবর, ছত্রধরের শারীরিক অসুস্থতার কারণে আপাতত স্থগিত থাকছে জিজ্ঞাসাবাদ ।

দীর্ঘদিন সংশোধনাগারে সাজা কাটিয়ে সদ্য জঙ্গলমহলে ফিরেছেন ছত্রধর মাহাত । ফিরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি । তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকে জঙ্গলমহলের দায়িত্বভার দিয়েছে । শুধু তাই নয়, দলের রাজ্য কমিটির সদস্য পদ দিয়েছে তৃণমূল । এরইমধ্যে বেশ কয়েকটি পুরানো মামলায় NIA তলব করেছে ছত্রধর মাহাতকে ।

জনসাধারণের কমিটির নেতা থাকাকালীন এইসব মামলায় জড়িয়েছিলেন তিনি । NIA তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে । যদিও অগাস্টে NIA দু'বার জেরা করেছে ছত্রধরকে । আবারও জেরা করতে চেয়ে সমন পাঠিয়েছিল । সেইমতো আজ কলকাতায় NIA আদালতে হাজিরা দিতে আসেন ছত্রধর ।

আরও পড়ুন : NIA তদন্তে সহযোগিতা করতে ছত্রধরকে নির্দেশ হাইকোর্টের

জানা গেছে, হাজিরার জন্য এলেও ধুম জ্বরের কারণে ভেতরে ঢোকেননি তিনি । গাড়ি ঘুরিয়ে সোজা একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ভরতি হন । প্রসঙ্গত, জেল জীবন কাটিয়ে বাইরে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ছত্রধর মাহাত । সে কারণে বিভিন্ন পুরানো মামলায় তাঁকে তলব করে হয়রানি করা হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন ছত্রধর মাহাত । এমনকী এ বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.