ETV Bharat / city

Mamata Banerjee : তিন কেন্দ্রেই মমতা-ঝড়, তৃণমূলের মার্জিনও বাড়ল

author img

By

Published : Oct 3, 2021, 8:54 PM IST

tmc increase vote margin of three constituency
Mamata Banerjee : তিন কেন্দ্রেই মমতা-ঝড়, তৃণমূলের মার্জিনও বাড়ল

ভবানীপুরে উপনির্বাচন এবং জঙ্গিপুর ও সামশেরগঞ্জে জিতল তৃণমূল কংগ্রেস ৷ তিন কেন্দ্রেই তৃণমূলের জয়ের ব্যবধান আগের থেকে অনেকটাই বাড়ল ৷

কলকাতা, 3 অক্টোবর : পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রের ভোটে ঘাসফুলের ঝড় অব্যাহত রইল ৷ ভবানীপুর (Bhabanipur), জঙ্গিপুর (Jangipur) ও সামশেরগঞ্জ (Samserganj) - তিন কেন্দ্রেই প্রত্যাশামতো জিতলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থীরা ৷ বিধানসভার ওই তিনটি আসনেই তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের প্রতি মানুষের আস্থা যে আরও বৃদ্ধি পেয়েছে, ভোটে জয়ের ব্যবধানই তা প্রমাণ করে দিচ্ছে ৷

গত 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন (Bhabanipur By Election) অনুষ্ঠিত হয় ৷ তার সঙ্গে ভোটগ্রহণ হয় জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ৷ গত মার্চ-এপ্রিলে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) সময় প্রার্থীদের মৃত্যুর কারণে ওই দুই কেন্দ্রে ভোটদান স্থগিত করে দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

তিন কেন্দ্রে ভোট থাকলেও রাজ্য তথা সারা দেশের নজর ছিল ভবানীপুরে ৷ কারণ, সেখানে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম (Nandigram) থেকে লড়াই করেন ৷ সেখানে হেরে যান বিজেপির শুভেন্দু অধিকারীর (Suvedu Adhikari) কাছে ৷ তাই মুখ্যমন্ত্রী পদে বহাল থাকার জন্য তাঁকে এই নির্বাচনে জিততেই হত ৷

ফল প্রকাশের পর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জিতলেনই না, নিজের গড়া রেকর্ডও ভেঙে দিলেন ৷ 2011 সালেও ভবানীপুর থেকে উপনির্বাচনে (Bhabanipur By-Election) জিতেছিলেন মমতা ৷ সেবার 54 হাজার 213 ভোটে জিতেছিলেন ৷ এবার সেই রেকর্ড ভেঙে তিনি জিতলেন 58 হাজার 835 ভোটে ৷ তিনি পেয়েছেন 71.9 শতাংশ ভোট ৷

আরও পড়ুন : Bhabanipur Bye Election : মমতার দিল্লি যাত্রা অবশ্যম্ভাবী হলে তিন বছর পর ফের উপনির্বাচন ভবানীপুরে

ভবানীপুরে মমতার মূল লড়াই ছিল বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৷ তিনি 26 হাজার 428 ভোট পেয়েছেন ৷ ভোট শতাংশের নিরিখে তা হল 22.29 শতাংশ ৷ কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ 35.16 শতাংশ ভোট পেয়েছিলেন ৷ ফলে বলাই যায় ভবানীপুরের মানুষ বিজেপির উপর থেকে আস্থা হারিয়েছে ৷

তৃণমূলের জয়ের মার্জিন বেড়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরেও ৷ 2016 সালে ওই কেন্দ্রে প্রথমবার জেতে তৃণমূল ৷ জয়ের ব্যবধান ছিল 20 হাজার 633 ৷ এবার তা পৌঁছেছে 92 হাজার 480 তে ৷ ওই কেন্দ্রে 2016 সালে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম ৷ এবার সেই জায়গা দখল করে নিয়েছে বিজেপি ৷ বিজেপির প্রার্থী সুজিত দাস পেয়েছেন 22.17 শতাংশ ভোট ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

2016 সালে ওই কেন্দ্র থেকে জিতে মন্ত্রী হয়েছিলেন জাকির হোসেন ৷ এবারও তিনি প্রার্থী ছিলেন ৷ তিনি পেয়েছেন 68.82 শতাংশ ভোট ৷ আর ওই কেন্দ্রে আরএসপি প্রার্থী জানে আলম মিয়াঁরও জমানত বাজেয়াপ্ত হয়েছে ৷ তিনি মাত্র 4.57 শতাংশ ভোট পেয়েছেন ৷

অন্যদিকে একই জেলার সামশেরগঞ্জে তৃণমূলের আমিরুল ইসলাম পেয়েছেন 51.13 শতাংশ ৷ তিনি 26 হাজার 379 ভোটে জিতেছেন ৷ এখানেও তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে ৷ 2016 সালে ওই কেন্দ্রে তৃণমূলের আমিরুল জিতেছিলেন মাত্র 1780 ভোটে ৷

আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury : নির্বাচনে লড়ার জন্য সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীকে ধন্যবাদ অধীরের

ওই কেন্দ্রেও 2016 সালে সিপিএম (CPIM) দ্বিতীয় স্থানে ছিল ৷ এবার কংগ্রেস (Congress) সেখানে রানার্স ৷ কংগ্রেসের জাইদুর রহমান পেয়েছেন 37.14 শতাংশ ভোট ৷ এই আসনে সিপিএমের মহম্মদ মোদাস্সর হোসেনের জমানত বাজেয়াপ্ত হয়েছে ৷ তিনি মাত্র 3.27 শতাংশ ভোট পেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.