ETV Bharat / city

Jawhar Sircar: গ্রুপ থেকে বের করার কিছুক্ষণ পরই আবার নতুন গ্রুপে প্রবেশ ! জহর সরকারকে নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তৃণমূলের

author img

By

Published : Sep 3, 2022, 10:28 PM IST

দিন কয়েক আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের (Jawhar Sircar) গলায় শোনা গিয়েছিল বিতর্কিত মন্তব্য । শনিবার তাঁকে পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে নতুন গ্রুপে নিয়ে আসা হল (TMC adds Jawhar Sircar in new WhatsApp Group) ৷

Jawhar Sircar
ETV Bharat

কলকাতা, 3 সেপ্টেম্বর: বিতর্ক শুরু না-হতেই তার অবসান ঘটাল তৃণমূল কংগ্রেস । পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে নতুন গ্রুপে নিয়ে আসা হল রাজ্যসভার সাংসদ জহর সরকারকে (TMC adds Jawhar Sircar in new WhatsApp Group) । তবে কেন এমন ঘটনা ঘটল ? তা এখনও স্পষ্ট নয় ।

গত কয়েকদিন ধরেই রাজ্যসভার সাংসদ জহর সরকারের (Jawhar Sircar) গলায় শোনা যাচ্ছিল বিতর্কিত মন্তব্য । বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁকে দলের বিরুদ্ধে একাধিক কথা বলতে শোনা গিয়েছিল । দলের অনেক নেতা এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন । শনিবার বারবেলায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 13 জন সাংসদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে আচমকাই বাদ পড়ে যান জহর সরকার । তবে তার বেশ কিছুক্ষণ পরে নতুন একটি গ্রুপ খোলা হয় । যেখানে ফের দেখা যায় জহর সরকারের নাম । তবে ঠিক কোন কারণে পুরনো গ্রুপ ডিলিট করে নতুন এই গ্রুপ খোলা হলো সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি (TMC new WhatsApp group) ।

আরও পড়ুন: অডিয়ো রেকর্ডের সঙ্গে ফোন নম্বরও প্রকাশ্য আনুন, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

প্রসঙ্গত, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে জহর সরকারকে (TMC MP Jawhar Sircar) । বর্তমানে যেভাবে দলের বিভিন্ন নেতাদের নাম দুর্নীতির সঙ্গে জড়াচ্ছে তা নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি । এসএসসি দুর্নীতিতে ইডি'র হাতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের নাম না নিয়েও তাঁকে বলতে শোনা গিয়েছিল, "ঘটনাটি প্রথম যখন টিভিতে দেখলাম বিশ্বাস করতে পারিনি। কারও বাড়ি থেকে এত টাকা বের হতে পারে তা আমার কল্পনাতীত । সে যে দলেরই হোক, এরকম দুর্নীতি টিভিতে খুব কম দেখা যায় । তার সঙ্গে বোঝা গেল বহু লোক এর সঙ্গে জড়িত আছে ৷ এটা নৈতিক ব্যাপার । লোকে এই নিয়ে মন্তব্য করবেই । লোকের মুখ তো বন্ধ করা যায় না । টাকা উদ্ধারের ছবি টিভিতে দেখে আমার বাড়ির লোকও আমাকে রাজনীতি ও সংসদ পদ ছাড়তে বলেছে । বন্ধুরা বিভিন্ন বিদ্রুপ, কটাক্ষ করেছে ।"

তবে এই মন্তব্যের পর তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায় জহরকে আক্রমণ করেছিলেন ৷ জহর সরকারের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ৷ এই বিতর্কের মাঝেই সামনে এল তৃণমূলের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিবর্তনের খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.