Dengue Report of Kolkata: ডেঙ্গি-ম্যালেরিয়া সংক্রমণে ‘ভয়াবহ’ পরিস্থিতি মেয়রের ওয়ার্ডে ! রিপোর্ট পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের

author img

By

Published : Aug 6, 2022, 8:36 PM IST

terrible-situation-of-dengue-and-malaria-infection-in-mayor-firhad-hakim-ward

কলকাতায় ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরিস্থিতি ভয়াবহ ৷ কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত রিপোর্টে এমনটাই বলা হয়েছে ৷ সবচেয়ে খারাপ পরিস্থিতি খোদ মেয়রের ওয়ার্ডেই বলে জানা গিয়েছে (Terrible Situation of Dengue and Malaria Infection in Mayor Firhad Hakim Ward) ৷

কলকাতা, 6 অগস্ট: কলকাতা পৌরনিগমের মেয়রে ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরিস্থিতি ভয়াবহ ৷ পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের এমনই রিপোর্ট জমা পড়ল মেয়রের কাছেই (Terrible Situation of Dengue and Malaria Infection in Mayor Firhad Hakim Ward) ৷ সম্প্রতি কালীঘাটে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 12 বছরের বালকের ৷ এর পরেই নড়েচড়ে বসে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷

কলকাতায় মশাবাহিত রোগের কী অবস্থা, তা নিয়ে উচ্চপর্যায়ের জরুরি ভিত্তিতে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই বৈঠকেই স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা শহরে মশাবাহিত রোগের বর্তমান অবস্থা সম্পর্কে একটি গোপন রিপোর্ট ফিরহাদ হাকিমের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে ৷ সেখানেই দেখা গেছে মেয়রের 82 নম্বর ওয়ার্ডে মশাবাহিত রোগে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করা হয়েছে বলে খবর কলকাতা পৌরনিগম সূত্রে ৷ ওই রিপোর্ট অনুযায়ী, কলকাতায় 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 229 জন ৷ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন 1 হাজার 772 জন ৷ পুরো পরিস্থিতি রাজ্য স্বাস্থ্য দফতরকে জানানো হবে বলে পৌরনিগম সূত্রে জানা গিয়েছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, গত জুলাই মাসের মাঝামাঝি থেকে অগস্টের শুরু পর্যন্ত 7 জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 82 নম্বর ওয়ার্ডে ৷ রিপোর্টে কলকাতার মোট 13টি ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ বলা হয়েছে ৷ এই ওয়ার্ডগুলি হল- 6, 26, 53, 59, 69, 74, 82, 83, 93, 94, 112, 117 ও 121 নম্বর ওয়ার্ড ৷ এই ওয়ার্ডগুলিতে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা 5 জনের বেশি ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ন্ত্রণে শহরজুড়ে আড়াই লক্ষ গাপ্পি মাছ ছাড়ল ইংরেজবাজার পৌরসভা

পৌরনিগমের 35টি ওয়ার্ড ম্যালেরিয়া পরিস্থিতি খারাপ বলে জানা গিয়েছে ৷ এই 35টি ওয়ার্ডের প্রত্যেকটিতে গত এক সপ্তাহে 30 জনের বেশি ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে ৷ এই ওয়ার্ডগুলি হল- 7, 21, 23, 25, 26, 37, 39, 43, 44, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 59, 60, 61, 62, 63, 65, 66, 67, 68, 69, 71, 81, 82, 84, 85, 86 ও 88 নম্বর ওয়ার্ড ৷

এই রিপোর্ট পাওয়া গিয়েছে, শুধুমাত্র কলকাতা পৌরনিগমের ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষা কেন্দ্রগুলি থেকে পাওয়া তথ্য অনুসারে প্রকাশ করা হয়েছে ৷ এতে বেসরকারি জায়গায় পরীক্ষার সংখ্যা উল্লেখ করা নেই ৷ সেগুলি যুক্ত হলে সংখ্যা আরও অনেক বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.