ETV Bharat / city

Tapas Vs Sudip: 'হাতি চলে বাজার'-এর পালটা, সুদীপকে 'সাদা হাতি' বলে আক্রমণ তাপসের

author img

By

Published : Oct 14, 2022, 3:24 PM IST

Updated : Oct 14, 2022, 3:36 PM IST

সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) বলেছিলেন 'হাতি চলে বাজার...'। কার উদ্দেশে তাঁর এই কটাক্ষ তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এ বার তাঁকে এই মন্তব্যের পালটা জবাব (Tapas vs Sudip) দিতে গিয়ে সাদা হাতি বলে আক্রমণ শানালেন তাপস রায় (Tapas Roy)৷

Tapas Roy abuses Sudip Bandyopadhyay and calls him white elephant
'হাতি চলে বাজার'-এর পালটা, সুদীপকে 'সাদা হাতি' বলে আক্রমণ তাপসের

কলকাতা, 14 অক্টোবর: একটা কথা এই মুহূর্তে ঘাসফুলের রাজনীতিতে মাঝেমধ্যেই শোনা যাচ্ছে । 'হাতি চলে বাজার...'। বক্তা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। কাকে উদ্দেশ্য করে কোন প্রেক্ষিতে এ কথা তিনি বলেছেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না । গতকাল উত্তর কলকাতার বিজয়া সম্মেলনী থেকে নাম না করে তাপস রায়কে এই প্রবাদের মাধ্যমে আক্রমণ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Tapas vs Sudip)।

এ বার এর পাল্টা জবাব দিলেন রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উপ মুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy)। তিনি বলেন, "ঠিকই বলেছেন সুদীপবাবু । আমরা দলের বুলডগ । গ্রেহাউন্ড । দলের অনুগত । কেউ দলের ক্ষতি করতে চাইলে হামলে পড়ি । সুখে দুঃখে দলের সঙ্গে থাকি । আর তিনি বলছেন তিনি হাতি । ঠিকই বলেছেন ৷ তবে এমনি হাতি নয়, সাদা হাতি (White Elephant)।" মন্তব্য ও পালটা মন্তব্য - এই দুইয়ের আবহে জমজমাট রাজ্য রাজনীতি, যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের ।

আসলে যত সময় যাচ্ছে সুদীপ বনাম তাপসের সংঘাত একটা কর্কশ দিকে মোড় নিচ্ছে । এ বার একবার দেখে নেওয়া যাক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ঠিক কী বলেছেন তাপস রায় ? এ দিন তিনি বলেন, "আমরা দলের ডোবারম্যান। আমরা দলের গ্রেহাউন্ড । সতর্ক করি । শত্রু দেখলে তেড়ে যাই । কিন্তু আমরা সাদা হাতি নই । অনুৎপাদক নই । আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ বা ওম বিড়লাকে গিয়ে বন্দনা ভজনা করি না ।"

এ দিন তাপস রায় প্রশ্ন তুলেছেন, "সুদীপ বন্দোপাধ্যায়কে কি নরেন্দ্র মোদির কোটটা সুন্দর বলার জন্য দিল্লি পাঠানো হয়েছে ? এই বক্তব্য রাখার জন্য প্রধানমন্ত্রী তাঁকে একটি কোটের কাপড় উপহার দিয়েছেন । তিনি সেই কোটের কাপড়টি পরেই আবার তাঁর কাছে গেলেন । জেএস মহম্মদ আলি থেকে আরও দুটি কোটের কাপড় নিয়ে গেলেন । এটা কি তাঁর ভজনা নয় ?"

আরও পড়ুন: ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কুণাল গেলেন তাপসের বাড়ি, বিতর্ক জিইয়ে সুদীপ বললেন,'নো কমেন্টস'

তাপস রায় আরও অভিযোগ তুলেছেন, "বিধানসভার স্পিকারকে শুভেন্দুরা কদর্য ভাষায় আক্রমণ করছেন । আর দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার ভজনা করছেন সুদীপ‌ । সুদীপ বন্দ্যোপাধ্যায় ওম বিড়লাকে বলছেন ডেমোক্রেসির মসিহা । দলের কাউকে স্ট্যান্ডিং কমিটিতে রাখা হচ্ছে না । অথচ সুদীপবাবু বলছেন স্ট্যান্ডিং কমিটি নিয়ে নাকি ওনার বিশাল একটা উদারতা ।"

এ দিন উত্তর কলকাতার সাংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাপস রায় । তৃণমূল বিধায়কের অভিযোগ, "গত আড়াই বছর লোকসভার ভেতরে এবং বাইরে বিজেপির বিরুদ্ধে চুপ করে কেন সুদীপবাবু ! বিজেপির আগ্রাসন, এজেন্সির সক্রিয়তা, কেন্দ্রীয় বঞ্চনা, ইকোনমিক ব্লকেজ নিয়ে কেন কিছু বলছেন না তিনি । সিবিআই এবং ইডি তো হাত ধুয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সক্রিয় হয়েছে । একটা কথা বলেছেন তিনি । আমাদের ঘরের পুত্রবধূ রুজিরা কোলে বাচ্চা নিয়ে এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন । তখন একটিবারও কোনও কথা বলেছেন তিনি ? এই সময় যদি মোদি ভজনা হয়, কোট দেওয়া নেওয়া হয় বা ওম বিড়লার প্রশস্তি গাওয়া হয় - এটাকে আমি ভালো ভাবে নিতে পারি না । কর্মীরাও ভালো ভাবে নেয় না ।"

তিনি আরও বলেন যে, "শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা নয় তাই বলছেন । আমাদের দল সম্পর্কে বলছেন । আমাদের উদীয়মান নেতা অভিষেক সম্পর্কে এত কটূ কথা বলেছেন যা মুখে আনা যায় না । তাঁদের স্পর্শে যাওয়ায় দলের কাছে কী বার্তা যায় ! তৃণমূলের ডেডিকেটেড ওয়ার্কার দের কাছে কী বার্তা যায় ।" এ দিন তাপস রায় কটাক্ষের সুরে বলেছেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের ডেডিকেটেড ওয়ার্কার নন ।" একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, বয়সে বড় হলেও তিনিই উত্তর কলকাতায় তাঁর উত্তরসূরী । সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগে তিনি উত্তর কলকাতার সভাপতি ছিলেন ।
মোটের উপর উত্তর কলকাতার 2 শীর্ষ নেতার দ্বন্দ্বে অস্বস্তি বাড়ছে তৃণমূলের ৷ এখন দেখার শাসকদল কীভাবে এই উত্তাপ প্রশমন করে ।

Last Updated : Oct 14, 2022, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.