ETV Bharat / city

Tala Bridge: সুখবর ! পুজোর আগেই খুলছে নতুন 6 লেনের টালা ব্রিজ

author img

By

Published : Aug 10, 2022, 5:02 PM IST

Tala Bridge
Tala Bridge

কলকাতাবাসীর জন্য সুখবর ! দীর্ঘ প্রায় আড়াই বছর পর খুলতে চলেছে টালা সেতু (Tala Bridge) ৷ মহালয়ার আগেই খোলার সম্ভাবনা সেতুর ৷ এ বার 6 লেনের হবে টালা ব্রিজ ৷

কলকাতা, 10 অগস্ট: প্রায় আড়াই বছর ধরে চলা যান যন্ত্রণার অবসান হতে চলেছে এ বার । আসন্ন দুর্গা পূজার আগেই সেপ্টেম্বরের শেষ নাগাদ জনসাধারণের জন্য খুলে যাবে উত্তরের লাইফ লাইন টালা সেতু (Tala Bridge to open before Durga Puja) । নতুন এই ব্রিজ 4 লেন নয়, বরং হচ্ছে 6 লেন বিশিষ্ট । এখনও বেশ কিছু কাজ বাকি আছে । তবে মলয় ঘটকের হাত থেকে পূর্ত দফতর পুলক রায় পাওয়ার পরই বড় ঘোষণা করেন তিনি ।

পূর্তমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগেই খুলবে নতুন টালা সেতু । এর পরেই বাকি কাজের তোড়জোড় শুরু হয়েছে । স্থানীয় বরো-1 এর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, "টালা ব্রিজ আমাদের লাইফ লাইন । সেটা ভেঙে পড়ায় সমস্যা হচ্ছে । বিটি রোডের দুর্দশা শেষ হবে আগামী এক মাসে । 10 নম্বর বিটি রোড এলাকায় লোকজন সহায়তা করেছে । তাদের বাড়ি করে দিয়েছি । রাস্তা, নিকাশি সব করা হয়েছে । আগে 4 লেন ছিল এখন 6 লেন হচ্ছে টালা সেতু । পথচারীদের হাঁটার ক্ষেত্রে একটু সমস্যা হবে তবে যেতে পারবেন তারা । তবে সেতুর মাঝ দিয়ে পথচারীরা পার হতে পারবেন না । দ্রুত গতিতে যান চলাচল করবে ।"

আরও পড়ুন: 19 অগস্ট বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর শেষদিন, কী করবে রাজ্য সরকার ?

উল্লেখ্য, বিবেকানন্দ উড়ালপুল বা মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর সরকারের তরফে ছোট বড় সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় । কোথাও রক্ষণাবেক্ষণের অভাব নজরে আসে ৷ এরপর সেটা করা শুরু হয় । আবার কোথাও দেখা যায় বেহাল স্বাস্থ্য সেতুর । তেমনই বেহাল অবস্থা হওয়াতে ভেঙে ফেলা হয় টালা সেতুকে । এর জেরে কলকাতার সঙ্গে উত্তরের যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যা হয় । এর পর টালবাহানা কাটিয়ে শেষমেষ প্রায় আড়াই বছর পর সেতু চালু হবে, মন্ত্রীর আশ্বাসে খুশি যান চালক থেকে কলকাতা নিত্যদিনের যাত্রীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.