ETV Bharat / city

Tala Bridge : 3 মাস পর চালু হতে পারে টালা ব্রিজ, জানালেন মন্ত্রী মলয় ঘটক

author img

By

Published : Jan 21, 2022, 5:07 PM IST

Tala Bridge May Open After Three Months says PWD Minister Moloy Ghatak
Tala Bridge May Open After Three Months says PWD Minister Moloy Ghatak

প্রায় শেষের পথে টালা ব্রিজ পুনর্নির্মাণের কাজ ৷ 3 মাস পর চালু হতে পারে টালা ব্রিজ (Tala Bridge May Open After Three Months) ৷ আজ টালা ব্রিজের কাজ পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক ৷ 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ (Tala Bridge Work Under Progress) ৷

কলকাতা, 21 জানুয়ারি : অন্তত 3 মাস সময় লাগবে টালা ব্রিজ চালু করতে ৷ আজ টালা ব্রিজের কাজ খতিয়ে দেখে এমনাই জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক (Tala Bridge May Open After Three Months) ৷ উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু ৷ তাই নয় কলকাতার সঙ্গে উত্তর 24 পরগনার সড়ক যোগাযোগের অন্যতম রাস্তা এটি ৷ গত 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে টালা ব্রিজ ৷

2018 সালের 4 সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর, কলকাতার সবক’টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ যেখানে টালা ব্রিজকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে উল্লেখ করা হয় বিশেষজ্ঞ দলের তরফে ৷ যে রিপোর্টের উপর ভিত্তি করে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে যায় সেতু ৷ পরবর্তীতে সিদ্ধান্ত হয়, টালা ব্রিজকে পুরোপুরি ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে ৷ সেই মতো 2020’র ফেব্রুয়ারি মাসে সেতু ভাঙার কাজ শুরু হয় (Tala Bridge Work Under Progress) ৷

3 মাস পর চালু হতে পারে টালা ব্রিজ, জানালেন মন্ত্রী মলয় ঘটক

টালা ব্রিজের একটা বড় অংশ চিৎপুরে রেললাইনের উপর দিয়ে গিয়েছে ৷ তাই সেই অংশ ভাঙা এবং নির্মাণে রেলের অনুমতি না পাওয়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ ৷ যেখানে সেতুর অন্যান্য অংশের নকশার ছাড়পত্র মিললেও, রেললাইনের উপরের 240 মিটার অংশে রেলের ছাড়পত্র পেতে বেশ কিছুটা সময় লেগে যায় ৷ মোট 12টি পিলারের উপর তৈরি হচ্ছে টালা ব্রিজ ৷

আরও পড়ুন : পুজোর পরই চালু হতে পারে চার লেনের টালা ব্রিজ

এদিন পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ সেতুর কাজ পরিদর্শন করেন ৷ সেখানে মলয় ঘটক জানান, গোটা প্রকল্পে 468 কোটি টাকা খরচ হচ্ছে ৷ যার মধ্যে শুধু সেতুর জন্য 348 কোটি টাকা খরচ হচ্ছে ৷ দ্রুত গতিতে কাজ এগোচ্ছে ৷ আশা করা হচ্ছে, আর 3 মাস পরেই এই সেতু ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.