ETV Bharat / city

"একটা ছবিই হাজারটা শব্দ বলে দেয়", মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Jan 25, 2021, 4:54 PM IST

টুইটারে শুভেন্দু অধিকারী কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে মোদি-মমতার একটি ছবি নিয়ে তিনি কটাক্ষ করেন মমতাকে৷

suvendu-attacks-mamata-on-twitter
হতাশ মমতা! টুইটারে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 25 জানুয়ারি : সভার মঞ্চ থেকে প্রায় রোজই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী৷ বিজেপির এই নেতা এবার টুইট করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন৷ সোমবার দুপুরে তিনি এই টুইট করেন৷

শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের তরফে আয়োজন করা হয়েছিল নেতাজি-জয়ন্তী উপলক্ষ্যে পরাক্রম দিবসের অনুষ্ঠান৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ সেখানে বিভিন্ন ছবির মধ্যে এক ফ্রেমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ধরা পড়েন৷ আর সেই ছবিতে মুখ্যমন্ত্রীকে বেশ পিছনে ও গম্ভীর ভাবে দেখা গিয়েছিল৷

সেই ছবিটি শনিবার রাত থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়৷ বিজেপির বিভিন্ন নেতা-কর্মী এই নিয়ে নানা কটাক্ষ সূচক মন্তব্যও করেন৷ বিজেপি রাজ্য শাখার টুইটার হ্যান্ডেল থেকেও ছবি পোস্ট করা হয়৷ সেই টুইটই শুভেন্দু অধিকারী রিটুইট করেন৷ আর লেখেন, ‘‘একটা ছবিই হাজারটা শব্দ বলে দেয়৷’’ এর সঙ্গে তিনি একটি হাসির স্মাইলিও যুক্ত করেছেন৷

  • Certainly, "a picture is worth a thousand words"! 😀 https://t.co/rskqBRSqyT

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিজেপির শুভেন্দুর স্লোগান মমতার মুখে !

অন্যদিকে বিজেপির তরফে করা টুইটে লেখা হয়েছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট যে তিনি হেরে গিয়েছেন৷ আর বিজেপির প্রতি মানুষের সমর্থন বৃদ্ধি পাচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.