ETV Bharat / city

উপনির্বাচন নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর, পালটা শাসকদলের

author img

By

Published : Jul 13, 2021, 8:54 PM IST

রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপ-নির্বাচন দ্রুত হোক ৷ এমনই চায় তৃণমূল কংগ্রেস ৷ তাই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে ৷ আর এই নিয়ে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, উপ-নির্বাচন নিয়ে এত তাড়াহুড়ো করার কী আছে ?

suvendu adhikari slams trinamool congress on by election issue
উপনির্বাচন নিয়ে তৃণমূলের এত তাড়াহুড়ো কিসের, প্রশ্ন তুললেন শুভেন্দু

কলকাতা, 13 জুলাই : এবার উপ-নির্বাচন (By Election) নিয়েও পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (BJP) ও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেল ৷ একদিকে তৃণমূল যখন দ্রুত উপ-নির্বাচন প্রক্রিয়া শেষ করার পক্ষে ৷ অন্যদিকে বিজেপির প্রশ্ন, উপ-নির্বাচন নিয়ে এত তাড়াহুড়ো করার কী আছে ?

পশ্চিমবঙ্গে সাতটি বিধানসভা আসন এখন বিধায়কহীন ৷ কিন্তু সব আসন ছেড়ে উপ-নির্বাচনে যে বিশেষ আসনের দিকে সবাই তাকিয়ে, তা হল কলকাতার ভবানীপুর ৷ কারণ, ওই আসনে জিতেও পদত্যাগ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ আর নন্দীগ্রামে (Nandigram) হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ওই আসনে প্রার্থী হতে চলেছেন ৷ কারণ, মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ছ’মাসের মধ্যে জিতে আসতে হবে তাঁকে ৷

আরও পড়ুন : Dilip-Babul : টুইটে ফলো করুন, অন্যরকম ফলো যেন না হয়; বাবুলের উদ্দেশে দিলীপ

এই বিষয়টি বিলক্ষণ জানেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাই মঙ্গলবার কলকাতায় তিনি প্রশ্ন তুলেছেন, তৃণমূল কংগ্রেস উপনির্বাচন নিয়ে এত তাড়াহুড়ো করছে কেন ? বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু একই সঙ্গে পশ্চিমবঙ্গে পুরসভা, কলেজের সংসদের নির্বাচন না করার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ শাসক দলের সমালোচনা করেছেন ৷

পাশাপাশি দাবি করেছেন, দেশে করোনা পরিস্থিতিতে টিকাকরণ শেষ না হলে ভোট করা উচিত নয় ৷ তিনি উত্তরাখণ্ডের উদাহরণ টেনেছেন ৷ সেখানে মুখ্যমন্ত্রীকে পদে থাকতে হলে উপনির্বাচনে জিততে হবে, সেই কারণে এক বিধায়ককে মুখ্যমন্ত্রী করা হয়েছে বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন : মুকুল রায় ইস্যুতে এবার দেশজুড়ে সরব হবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বিজেপির কাছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় শত্রু ৷ তাই মমতাকে বিপাকে ফেলতে তারা উপনির্বাচন পিছোতে চায় নির্বাচন কমিশনকে (Election Commission) দিয়ে ৷ মমতা পদত্যাগ করতে বাধ্য হলে তাঁর হেরে যাওয়া নিয়ে বিজেপির কটাক্ষ করতে সুবিধা হবে ৷

আর এটা জানেন বলেই অনেক আগে থেকে উপনির্বাচন নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী বৃহস্পতিবার উপনির্বাচনের দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ সেই প্রসঙ্গেই শুভেন্দু এদিন উপনির্বাচনের তাড়াহুড়ো নিয়ে তৃণমূলকে বিঁধেছেন ৷

আরও পড়ুন : দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে বৃহস্পতিবার কমিশনে যাচ্ছে তৃণমূল

তবে শুভেন্দুর এই বক্তব্যকে অবাস্তব বলে দাবি করেছেন তৃণমূল নেতা তাপস রায় ৷ তাঁর বক্তব্য, ‘‘অবাস্তব কথা বলছেন বিরোধী দলনেতা ৷ প্রধানমন্ত্রী কী একথা বলতে পারেন, গোটা দেশের টিকাকরণ শেষ হতে কত সময় লাগবে ? সবচেয়ে বড় কথা প্রধানমন্ত্রীর কাছে এই তথ্যই নেই যে কত মানুষের টিকা বাকি আছে ৷ সেখানে টিকার জোগান কী করে হবে ? সেখানে এরকম দায়িত্বজ্ঞানহীন কথা বিরোধী দলনেতা বলেন কী করে ?’’

একই সঙ্গে তাঁর দাবি, ‘‘একুশের বিধানসভা নির্বাচন যে পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে, সেই সময়ও এখনের থেকে বেশি সংক্রমণ ছিল ৷ সেক্ষেত্রে তখনই ভোট না করলে পারত নির্বাচন কমিশন ৷ এত সংক্রমণের মধ্যে যখন ভোট হয়েছে, তখন উপনির্বাচন কেন হবে না ?’’

আরও পড়ুন : Dilip Ghosh : দিলীপের বৈঠকে ঢুকতে বাধা 'পুরানো' বিজেপি নেতাকে, বর্ধমানে জেলা কার্যালয়ে অশান্তি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.