ETV Bharat / city

Suvendu Slams Mamata: লেডি কিমকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে, মমতাকে বিঁধলেন শুভেন্দু

author img

By

Published : Sep 13, 2022, 7:01 PM IST

Suvendu Adhikari slams Mamata Banerjee calls her Lady Kim
লেডি কিমকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে, মমতাকে বিঁধলেন শুভেন্দু

লেডি কিমকে (BJP Nabanna Abhijan) না সরানো পর্যন্ত আন্দোলন চলবে (Suvendu Slams Mamata)৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই বিঁধলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

কলকাতা, 13 সেপ্টেম্বর: এই রাজ্যকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে লেডি কিম (Suvendu Slams Mamata)৷ তাঁকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে (Lady Kim)৷ বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আটক হওয়ার পর লালবাজার থেকে এই ভাষাতেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari)৷

মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷ শুভেন্দুকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷ তাঁর পাশাপাশি আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকেও ৷

লালবাজার থেকে ফেসবুকে লাইভ করেন লকেট ৷ সেই সময় ফেসবুক লাইভের মাধ্যমে তিনি তুলে ধরেন শুভেন্দুর বক্তব্য ৷ মমতাকে তীব্র আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, "আন্দোলন করে যেতে হবে ৷ উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে ৷ লেডি কিমকে না সরানো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে ৷ ভাইপোকে জেলে ঢোকাতে হবে ৷ সঙ্গে কিছু আইপিএসকেও ৷ যারা কয়লা ও গরুর টাকা খেয়েছে ৷ জ্ঞানবন্ত সিং আজ লেডি ফোর্স দিয়ে অ্যাসল্ট করিয়েছে ৷ আমাদের মিছিলে যেতে দেয়নি ৷ জোর করে আটক করেছে ৷"

আরও পড়ুন: ডোন্ট টাচ মি, আটক হওয়ার আগে মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বললেন শুভেন্দু

শুভেন্দু আরও বলেন, "সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ 5 লাখ 62 হাজার টাকার ঋণের বোঝা ৷ কর্মীদের ডিএ দিতে পারে না ৷ বর্ধমানে পেনশন গ্র্যাচুইটি না পেয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ ৷ আর বড় বড় মোটা কাতলা মাছেরা জেলে ৷ 70 বছরের পার্থ বুড়ো ৷ তাঁর হাঁটুর নিচের বয়সি বান্ধবী ৷ মমতা এই চরিত্র তৈরি করেছে ৷"

বিরোধী দলনেতার কথায়, মুখ্যমন্ত্রী অশিক্ষিত ৷ শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী ভয়ে পালিয়েছে মেদিনীপুরে ৷ যাকে আমি 1956 ভোটে হারিয়েছি ৷ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ৷ আবার শিক্ষা দিয়ে দেব ৷ গভর্নমেন্ট উচ্চারণ করতে পারেন না ৷ বলেন গরমেন্ট ৷ 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করেন ৷ পৃথিবীতে 1170টি দেশ ৷ অশিক্ষিত এই মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি গঙ্গাপাড় করা যায় সেই লক্ষ্যে লড়তে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.